টেম্পল রান গেম সম্পর্কিত সকল তথ্য

টেম্পল রান একটি 3D অন্তহীন চলমান জনপ্রিয় ভিডিও গেম, যেখানে দেখা যায় একটি অদ্ভুত ও ভয়ানক প্রানি একজন মানুষ কে তারা করছেন এবং সেই মানুষ টি পাহাড় জঙ্গল অতিক্রম করে প্রান বাঁচাতে ছুটে পালাচ্ছেন, একটা সময় ছিল যখন আমি নিজেও এই গেম টা খেলতাম, আজ আপনারদের জানাবো এই গেম তৈরির পেছনের গল্প এবং এই গেম সম্পর্কে জানা অজানা সব তথ্য।


গেমের ইতিহাস

আপনি হয়তো জানেন না যে এই গেমটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এই গেমে সত্য ঘটনা টা জেনে আসি।


ডেভলপার কোম্পানি

আমেরিকান ভিডিও গেম ডেভলপার কোম্পানি ইমাঙ্গি স্টুডিও এর সহ প্রতিস্টাতা Natalia Luckyanova যখন এই গল্প সম্পর্কে জানতে পারেন তখন ইমাঙ্গি স্টুডিও এর অন্য সহ প্রতিস্টাতা তার নিজের স্বামীর Keith Shepherd এর সাথে এই বিষয়টি শেয়ার করলেন যে এই গল্প কে কেন্দ্র করে একটা ভিডিও গেম বানালে কেমন হয়, Natalia Luckyanova এর স্বামী এবং ইমাঙ্গি স্টুডিও এর সহ প্রতিস্টাতা Keith Shepherd এই কথা তে একমত হলেন এবং শুরু হয়ে গেল প্রস্তুতি, 


প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার কিরিল ত্যাঙ্গোভ কে সঙ্গে নিয়ে শুরু করে দিলেন গেম তৈরির কাজ টানা ১৫ মাস কাজ করার পড়ে ২০১১ সালের আগস্ট মাসে বিশ্বব্যাপি রিলিজ করলেন টেম্পল রান এর আইওস ভার্সন মাত্র কয়েক মাসেই গেমটি জনপ্রিয় হয়ে ওঠে এবং ২০১২ সালের মার্চ মাসে বিশ্বব্যাপি রিলিজ করা হয় এর এনড্রয়েড ভার্সন।




গেম রিভিউ 

এই গেমটি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিলো



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url