ভিডমেট অ্যাপস সম্পর্কিত সকল তথ্য vidmate apps
অনলাইন থেকে ভিডিও ডাউনলোড করার জন্য সব থেকে সেরা এবং একমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপস হচ্ছে VidMate ইউটিউব, ফেসবুক ভিওএমও, ডেলমোশন, ইনস্টাগ্রাম, মজারোরিডি, ভাইন, টাম্বলার, সাউন্ডক্লাউড, মেটাচেফ সহ 1000+ ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করা যায় এই অ্যাপস দিয়ে, ভিডিও এবং সঙ্গীত ডাউনলোডের ফাংশন ছাড়াও, এইচডি ফরম্যাটে সর্বশেষ সিরিজ, টিভি শো এবং চলচ্চিত্রগুলি এবং বিনামূল্যে লাইভ টেলিভিশন অনলাইন দেখার সুবিধা দেয়। আজ আপনাদের সাথে ভিডমেট অ্যাপস সম্পর্কিত সকল তথ্য শেয়ার করা হবে তাই হাতে সময় নিয়ে পুরো আর্টিকেলটি পড়বেন।
vidmate শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড আপ্লিকেশন এর কোনো আইওএস বা উইন্ডোজ সংস্করণ প্রকাশ হয়নি এটি বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া এবং অন্যান্য অনেক দেশের সেরা ভিডিও / সংগীত ডাউনলোডারের মধ্যে একটি, vidmate দিয়ে দুই ভাবে ভিডিও ডাউনলোড করা যায়, সরাসরি vidmate গিয়ে সাইট নেভিগেশনে ক্লিক করে আপনি যেই সাইটের যে ভিডিওটি ডাউনলোড করতে চান তা খুলুন এবং নিচের ডানদিকের কোনায় ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে অথবা
প্লেষ্টোর থেকে ব্যান হওয়ার কারন কী?
ক্যাপচা সমস্যা সমাধান
Playit Player Problem
যেকোনো অ্যাপস আপডেট হওয়ার পর কিছু না কিছু সমস্যা হয় এটা স্বাভাবিক এই সমসসাটা হওয়ার কারন হচ্ছে Playit Player আর ভিডমেটের মধ্যে চুক্তি হয়েছে যে ভিডমেট দিয়ে ডাউনলোড করা কিছু সংখ্যক ভিডিও Playit Player ছাড়া আর কোনো প্লেয়ার দিয়ে দেখা যাবেনা এর বিনিময়ে ভিডমেটকে মোটা অঙ্কের টাকা প্রধান করবে Playit Player বলতে পারেন স্পন্সারশীপ।
আপনি যদি এটাকে বিরক্তিকর মনে করেন তাহলে আপনার জন্য একটা সমাধান আছে আপনি ৪.১৮০৭ ভার্সনের ভিডমেট ব্যাবহার করুন তাহলে এই সমস্যা হবে না, এটা Playit Player আর Vidmate স্পন্সার চুক্তির আগের ভার্সন,
আপনি যে Vidmate ব্যাবহার করছেন সেটার ভার্সন দেখতে vidmate ওপেন করে Setting অপশনে গিয়ে About Us অপশনে গেলেই Vidmate এর ভার্সন দেখতে পারবেন।
Vidmate এর সাথে যোগাযোগ
Facebook: www.facebook.com/vidmate.official
email: vidmatestudio@gmail.com
website: https://www.vidmateapp.com
Vidmate Apps সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।