অ্যাপস লক করে রাখার আন্ড্রয়েড অ্যাপস
সতর্কতা বা নিজের সেপ্টির জন্য আমরা অনেকেই নিজেদের মোবাইলের কিছু কিছু অ্যাপস লক করে রাখতে হয় আর জন্য দরকার অ্যাপস লক আপ্লিকেশন গুগল প্লেষ্টোরে apps lok লিখে সার্চ করলে আমাদের সামনে অনেক অ্যাপস চলে আশে কোনটা ব্যাবহার করবো বা কোনটা ব্যাবহার করলে ভালো হবে সেটা আমরা অনেকেই জানিনা। আমি আমার আন্ড্রয়েড ফোনে ২০/২৫ টা অ্যাপস লক অ্যাপস ইন্সটল করে নিজে ব্যাবহার করেছি এবং সেখান থেকে সেরা জনপ্রিয় এবং ভালো সার্ভিস দেয় এমন কিছু অ্যাপ্লিকেশনের বাছাই করেছি আর আজ সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
Perfect App Lock
আমার বাছাই করা সেরা অ্যাপসের মধ্যে এই অ্যাপসটিকে আমি নাম্বার ওয়ান বলে আখ্যায়িত করবো আমি নিজেও এই অ্যাপসটি ব্যাবহার করি, এই অ্যাপসটির উন্নয়নকারী সংস্থার নাম Morrison Software সারা বিশ্বে এই অ্যাপসের বেবহারকারীর সংখ্যা ১ কোটিরও বেশি এবং গুগল প্লেষ্টোরে ৩ লাখ মানুষ এটিকে ৫ স্টার রেটিং দিয়েছেন, এই অ্যাপসটি সর্বশেষ আপডেত করা হয়েছে ২০২০ সালের অক্টোবর মাসের ১২ তারিখে বর্তমানে এটির কারেন্ট ভার্সন হচ্ছে ৮,০,৫