রিদ্মিক কিবোর্ড সম্পর্কিত সকল তথ্য
মোবাইলে টাইপিং করার জন্য সকল অ্যান্ড্রয়েড ফোনের ডিফল্ড ভাবে একটি কিবোর্ড দেওয়া থাকে তবে কেউ কেউ নিজেদের সুবিধার জন্য বিভিন্ন কিবোর্ড ব্যাবহার করে থাকেন তার মধ্যে রিদ্মিক কিবোর্ড অন্যতম, রিদ্মিক কিবোর্ড কর্তৃপক্ষের দাবী গত ৮ বছরে তারা কোনো ব্যাবহারকারীর ব্যক্তিগত তথ্য ও ডাটা সংগ্রহ করেননি এবং বাংলা লেখার সবচেয়ে নিরাপদ ও সবচেয়ে বেশি ব্যবহৃত লেখার মাধ্যম রিদ্মিক কীবোর্ড। আজকে আপনাদের সাথে এই রিদ্মিক কিবোর্ড সম্পর্কিত জানা অজানা সকল তথ্য নিয়ে আলোচনা করবো চলুন শুরু করা যাক।
অ্যাপস ওভারভিউ
রিদ্মিক কিবোর্ড তৈরি করা হয়েছিলো ২০১২ সালে এবং এর জনপ্রিয়তা পায় ২০১৫ সালের পর রিদ্মিক কিবোর্ডের সাইজ হচ্ছে ১৫ মেগাবাইট ব্যাবহারকারীর সংখ্যা ১ কোটি+ ২ লাখের বেশি মানুষ এই অ্যাপসটি কে ৫ স্টার রেটিং দিয়েছেন এটি সর্বশেষ আপডেট করা হয়েছে ২০২০ সালের ১ অক্টোবর বর্তমানের রিদ্মিক কিবোর্ডের ভার্সন হচ্ছে ৬.০.০ রিদ্মিক কিবোর্ডের নতুন সংস্করন ৬.০.০ ভার্সনে আরবি ভাষা যুক্ত করা হয়েছে, এবং এখন থেকে রিদ্মিক কিবোর্ড দিয়েও আরবি টাইপ করা যাবে যার ফলে রিদ্মিক কিবোর্ড ব্যবহারকারীদের আরবি লেখার জন্য অন্য কিবোর্ডের প্রয়োজন পরবে না। সিম্পলি রিদ্মিক কিবোর্ডের সেটিংস এ গিয়ে ডাউনলোড করে নিলেই হবে। আরবি লেয়াউট ছাড়াও আরো নতুন কিছু ফিচার যুক্ত ও পুরাতন ফিচারগুলোর নতুন সংস্করন করা হয়েছে। নতুন সব ফিচার ব্যবহার করার জন্য এখনি আপডেট করে নিতে পারেন আপনার পুরাতন রিদ্মিক কিবোর্ডটি।
উন্নয়নকারী সংস্থা
রিদ্মিক কিবোর্ড উন্নয়নকারী সংস্থার নাম রিদ্মিক ল্যাবস, মূলত এই সংস্থার তৈরিকৃত প্রথম অ্যাপস এটি তাই এর নামেই নামকরন করে এই সংস্থার নাম রাখা হয়, অবশ্য পরবর্তীতে এই সংস্থা রিদ্মিক নিউজ, বন্ধুবাজ, বইটই সহ আরো কিছু অ্যাপস তৈরি করেছেন, তবে রিদ্মিক কিবোর্ডের মতো তেমন একটা জনপ্রিয় হয়নি।
ডাউনলোড লিঙ্ক
apk pure: download link
play store: download link
old version: download link
যোগাযোগ
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.ridmik.com/
ফেসবুক পেজ: https://www.facebook.com/RidmikLabs
ইমেইল: support@ridmik.com
সাথেই থাকুন পরবর্তীতে আরো কিছু তথ্য আপডেট করা হতে পারে