মোবাইল দিয়ে ভিডিও এডিটিং সফটওয়্যার

মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার বাছাই করা সেরা ও জনপ্রিয় কিছু  অ্যান্ড্রয়েড অ্যাপস 




Filmora Go 

এই সফটওয়্যারটি গুগল প্লেষ্টোরে পাবলিশ করার অল্প কিছুদিনের মধ্যে খুবই জনপ্রিয়তা পায় এবং বর্তমানেও এর জনপ্রিয়তা কম নয় সারা বিশ্বে Filmora Go সফটওয়্যারটির ব্যাবহারকারীর সংখ্যা প্রায় ৫ কোটিরও বেশি এটি সর্বশেষ আপডেট করা হয়েছে চলতি বছরের ১৯ ডিসেম্বর এবং এর সাইজ হচ্ছে ৯৫ মেগাবাইট, এই সফটওয়্যারটি দিয়ে আপনি প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন।



Adobe Premiere Rush

এই সফটওয়্যার টি সর্বশেষ আপডেট করা হয়েছে চলতি বছরের ১৯ ডিসেম্বর এবং এর সাইজ হচ্ছে ১৪৭ মেগাবাইট ১০ লাখেরও বেশি মানুষ এই সফটওয়্যার টি ব্যাবহার করছেন, এটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও এডিটিং করা খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার আপনি যদি ব্যাবহার না করে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন।




Power Director

মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য Power Director সফটওয়্যারটির জনপ্রিয়তাও কম নয় এই সফটওয়্যারটি ব্যাবহারকারীর সংখ্যা ৪ কোটি+ তার মধ্যে ১০ লাখের বেশি মানুস এটিকে ৫ স্টার রেটিং দিয়েছেন, চাইলে আপনি ব্যাবহার করতে পারেন।

Apps size: 80 mb 

Lust Updated:  December 10, 2020

Current Version: 8.0.1

Apps overview: https://youtu.be/ADbCxw2qVx4

Download link: https://tinyurl.com/p87xwvb




Quik

নাম দেখে বা শুনেই অনুমান করতে পারছেন যে এই সফটওয়্যারটি দিয়ে খুব দ্রুত যেকোনো ভিডিও এডিটিং করা যায়, হ্যাঁ সত্যি তাই এই সফটওয়্যারটির দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য কম সময়ের মধ্যেই খুব ভালো ভাবেই ভিডিও এডিটিং করতে পারবেন। 

Apps Name: Quik

Apps size: 99 mb 

Lust Updated: July 8, 2019

Current Version: 5.0.7.4057-000c9d4b4

Apps overview: https://youtu.be/Y1no7nCBMi8

Download link: https://tinyurl.com/glbuxdc

 



Magisto

এই সফটওয়্যারটি আমেরিকান হোল্ডিং সংস্থা iac এর একটি পণ্য এটি তৈরি করা হয়েছিলো ২০০৯ সালে এবং একই নামের এর একটি অনলাইন ভিডিও সম্পাদক ওয়েব অ্যাপ্লিকেশনও রয়েছে, বর্তমানে Magisto অ্যাপ্লিকেশনের ব্যাবহারকারীর সংখ্যা প্রায় ৫ কোটি এবং গুগল প্লে ষ্টোরে এর ৫ স্টার রেটিং দিয়েছেন ১০ লাখ মানুষ। 

Apps Name: Magisto

Apps size: 72 mb 

Lust Updated: December 17, 2020

Current Version: 6.11.2.20764

Download link: https://tinyurl.com/ycepm7x8

Web apps: https://www.magisto.com





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url