ফটো এডিটিং করার অ্যান্ড্রয়েড অ্যাপস

অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ফটো এডিটিং করার অনেক অ্যাপস আছে তার মধ্যে সেরা ও বাছাই করা কিছু সেরা অ্যাপস আপনাদের জন্য।




Snapseed
অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ফটো এডিটিং করার সব থেকে জনপ্রিয় অ্যাপস হচ্ছে স্ন্যাপসিড, নিক সফটওয়্যার দ্বারা নির্মিত এই অ্যাপসটি বর্তমানে গুগলের মালিকানাধীন, সর্ব প্রথম ২০১১ সালে স্ন্যাপসিডের আইপ্যাড ভার্সন প্রকাশ করা হয় এটি অ্যাপল দ্বারা ২০১১ সালে আইপ্যাড অ্যাপ অব দ্য ইয়ার এ অভিহিত হয়েছিল। তারপর আইপ্যাড সংস্করণের সাফল্যের ভিত্তিতে নিক সফটওয়্যার আইফোনের জন্য স্ন্যাপসিডের আইফোন ভার্সন প্রকাশ করে এবং ২০১২ সালে মাইক্রোসফট উইন্ডোজের জন্য সংস্করণ প্রকাশ করে, পরবর্তীতে ২০১২ সালে শেষের দিকে এই স্ন্যাপসিড কে কিনে নেয় গুগল গুগল দায়িত্ব গ্রহণের পর স্ন্যাপসিডের অ্যান্ড্রয়েড ভার্সন প্রকাশ করে এবং স্ন্যাপসিডের ডেস্কটপ সংস্করণ বন্ধ করে দেওয়া হয়। সারা বিশ্বে ১০ কোটির বেশি মানুষ এই অ্যাপস টি ব্যাবহার করছেন এবং গুগল প্লেষ্টোরে ১৩ লাখের বেশি মানুষ এই অ্যাপসটিকে ৫ ষ্টার রেটিং দিয়েছেন।

Apps Name: Snapseed

Lust updeat: April 14, 2020

curent version: 2.19.1.303051424 

Apps size: 26.8 mb

youtube tutorial: https://tinyurl.com/y7wnzx26

Download Link: https://tinyurl.com/akq5rt8



 

















PicSay Photo Editor 
সবচেয়ে কম মেগাবাইটের মধ্যে সব থেকে ভালো অ্যান্ড্রয়েড ফটো এডিটিং অ্যাপস হচ্ছে picsay এই অ্যাপস দিয়ে আপনি বিভিন্ন ফটো এডিটিং সহ লোগো ব্যানার 3D টেক্সট বানাতে পারবেন খুব সহজেই। 

Apps Name: PicSay Photo Editor 

Lust updeat: January 13, 2017

curent version: 1.6.0.1

Apps size: 1.8 mb

youtube tutorial: https://tinyurl.com/y83p6fbk

Download Link: https://tinyurl.com/d7guc3t


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url