নিজের নামে রিংটোন বানানোর উপায়! Create ringtone
কলার রিংটোন সবাই ব্যাবহার করেন কেউ নিজের ফোনের ডিফল্ড রিংটোন, কেউ গানের রিংটোন,, কেউ বা আবার নিজের নামের রিংটোন যারা নিজের নামের রিংটোন, আর আপন যদি নিজের নামের রিংটোন আপনার কলার রিংটোনে সেট করতে চান তাহলে অবশ্যই আগে সেই রিংটোন বানিয়ে নিতে হবে, কিভাবে নিজের নামে রিংটোন বানাবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবে বা শেখাবো।
নিজের নামে রিংটোন বানাতে আপনাকে টি এপসের সাহায্য নিতে হবে।
https://play.google.com/store/apps/details?id=com.magic.my.name.ringtone.music.pstr
এপস টি ডাউনলোড করে ওপেন করুন ওপেন করে Start এ ক্লিক করুন
আপনি যে ভাষায় রিংটোন বানাতে চান আগে ভাষা সিলেক্ট করুন তারপর Create এ ক্লিক করুন
তারপর যে নাম এবং কথা গুলো দিয়ে রিংটোন বানাতে চান সেটা লিখুন,
রিংটোন টি শুনতে play বাটনে ক্লিক করুন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে Next এ ক্লিক
তারপর Select music এ ক্লিক করে আপনার মেমরি থেকে যেকোনো একটি মিউজিক দিয়ে save এ ক্লিক করুন।
তারপর রিংটোন টির একটি নাম লিখে আবার save এ ক্লিক করুন
আপনার তৈরি করা রিংটোন টি মেমরিতে সেভ হয়ে গিয়েছে। এবার আপনার মেমরিতে গেলে My ringtones with Music নামের একটি ফোল্ডার দেখতে পাবেন সেখানে রিংটোন টি পেয়ে যাবেন।
বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।