শেয়ারইট অ্যাপস সম্পর্কিত সকল তথ্য
যখন অ্যান্ড্রয়েড ফোন ছিলোনা তখন মানুষ এক ফোন থেকে আরেক ফোন ফাইল ট্র্যান্সফার করতো ব্লুটুত এর মাধ্যেমে অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসার পর থেকে সবাই ফাইল ট্র্যান্সফার করে SHARE it এর মাধ্যেমে। শেয়ারইট অ্যাপস ব্যবহারকারীদের ব্লুটুথের চেয়ে খুব দ্রুত ও নিরাপদে ফাইল স্থানান্তরের সুবিধা প্রদান করে থাকে। আজকে আপনাদের সাথে এই শেয়ারইট অ্যাপস সম্পর্কিত যান অজনা সকল তথ্য তুলে ধরার চেষ্টা করবো।
SHAREit এর প্রাথমিক সংস্করণ প্রকাশ করা হয় ২০১৫ সালে এটি শেয়ারইট টেকনোলজিস কোম্পানি লিমিটেড ধারা উন্নয়নকারী একটি অ্যাপস এই কোম্পানিটির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তার নাম মাইকেল কিউ শেয়ারইট অ্যাপ বর্তমানে অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়। বিশ্বব্যাপী বর্তমানে শেয়ারইটের ব্যবহারকারী সংখ্যা প্রায় ১.৮ বিলিয়ন এবং গুগল প্লে স্টোর থেকে বিগত ১০ বছরে সবচেয়ে বেশি বার ডাউনলোড করা একটি অ্যাপস।
শুরুর দিকে এই অ্যাপস এ কওন বিজ্ঞাপন না থাকলেও বর্তমানে অনেক বিজ্ঞাপন দেখা যায় যা খুবই বিরক্তিকর, গুগল প্লেষ্টোরে shareit লিখে সার্চ করলে অনেক অ্যাপস চলে আসে আসল shareit এর বিকাশকারী আইডির নাম Smart Media4U Technology Pte.Ltd.
অফিসিয়াল ওয়েবসাইটঃ https://www.ushareit.com
ফেসবুক পেজঃ https://www.facebook.com/bestSHAREit
ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/channel/UCYsaH9q0aZu-tWjhIr8hsrg
Apps Overview: https://youtu.be/cf1NIlx4poQ
Apps size: 61 mb
Download link: https://tinyurl.com/klxuxqh
Download link 2: https://tinyurl.com/y89rl3vl