এমএক্স প্লেয়ার অ্যাপস সম্পর্কিত সকল তথ্য

আন্ড্রয়েড ফোনে ভিডিও দেখার জন্য অনেক প্লেয়ার অ্যাপস আছে তবে এর মধ্যে সবথেকে বেশি যেই অ্যাপস টা মানুষ ব্যাবহার করে সেটা হচ্ছে mx pleyar আজ আপনাদের সাথে এই এমএক্স প্লেয়ারের প্রতিষ্ঠার গল্প মালিক সদর দপ্তর ব্যাবহার নীতিমালা সহ সকল তথ্য শেয়ার করা হবে।



এমএক্স প্লেয়ার একটি ভারতীয় অফলাইন ভিডিও প্লেয়ার, এটি রিলিজ হয়েছিলো ২০১১ সালের জুলাই মাসে এই অ্যাপসের নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম জে২ ইন্টার এ্যাকটিভ এবং এর মালিক হচ্ছে ভারতের এক সময়ের সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ বেনেট কোলেম্যান অ্যান্ড কোম্পানি লিমিটেড যেটি দ্য টাইমস গ্রুপ হিসেবে পরিচিত, এই অ্যাপসের একটি প্রো ভার্সন আছে গুগল প্লেষ্টোরে যার দাম ৪৮২ টাকা। 

এমএক্স প্লেয়ার অ্যাপসটি ব্যাবহার করার জন্য কোনো রেজিষ্টেসন করার দরকার হয় না শুধু ভারতেই এমএক্স প্লেয়ারের ব্যাবহারকারীর সংখ্যা ৩৫০ মিলিয়ন বা ৩৫ কোটি এবং সারা বিশ্বে এমএক্স প্লেয়ারের ব্যাবহারকারীর সংখ্যা ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি, এমএক্স প্লেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তার নাম করন বেদি, প্রধান উৎপাদকের নাম শচীন থাপলিয়া, প্রধান প্রকৌশলীর নাম ওয়েই ঝুও, এবং প্রধান নকশাকারীর নাম প্রিয়াঙ্কা শর্মা। 


গুগল প্লেষ্টোর 

গুগল প্লেষ্টোরে থেকে এই অ্যাপস টি ৫০ কোটির বেশিবার ডাউনলোড করা হয়েছে এবং ১০ কোটির বেশি মানুস এটিকে ৫ ষ্টার রেটিং দিয়েছেন এমএক্স প্লেয়ার সর্বশেষ আপডেট করা হয়েছে চলতি বছরের নভেম্বরের ১০ তারিখে এর বর্তমান ভার্সন  ১,২৪,৬


প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

এমএক্স প্লেয়ারের একটি প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট যার নাম mx player যেখান থেকে বাংলা হিন্দি পাঞ্জাবী গুজরাটি তেলেগু সহ আরো বেশ কিছু ভাষার গান সিনেমা শর্টফিল্ম দেখতে পারবেন একদম বিনামূল্যে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url