সেরা কিছু আন্ড্রয়েড নোটপ্যাড অ্যাপস
আপনার নোটপ্যাড সবসময় আপনার সাথে রাখার দরকার নেই।
Safepad Notepad
আন্ড্রয়েড ফোনের সব থেকে সেরা নোটপ্যাড হচ্ছে Safepad Notepad এটি আপনার আন্ড্রয়েড ডিভাইসের জন্য সবচেয়ে সহজ এবং সুরক্ষিত নোটপ্যাড এই নোটপ্যাডে আপনার লেখা নোট গুলো পাসওয়ার্ড ধারা সুরক্ষিত রাখতে পারবেন, পাসওয়ার্ড ভুলে গেলে সেটা রিকভারি করারও পদ্ধতি আছে। এই অ্যাপসটির নির্মান করেছেন ইন্ডিয়ান অ্যাপস ডেভোলাপমেন্ট সংস্থা appzweb এই নোটপ্যাড টি সর্বশেষ আপডেট করা হয়েছে ২০২০ সালের জুলাই মাসের ৬ তারিখে, এর বর্তমান ভার্সন হচ্ছে ৫.১ ব্যাবহারকারী সংখ্যা ৫০ হাজার+ আর ডাউনলোড সাইজ হচ্ছে ৬.৫ মেগাবাইট।