বিশ্বসেরা কিছু অনলাইন শপিং ওয়েবসাইট

মিস্টার প্রযুক্তিবাজ চাকরি করেন অনলাইনে (ফ্রিলান্সার) অবসর সময়ে বিনোদনের জন্য ডুব মারেন অনলাইনের বিনোদনের জগত ইউটিউবে, মনে চাইলে খেলাধুলা করেন অনলাইনে (ভিডিও গেম) উনার একমাত্র ছেলের বয়স ৬ বছর সে পড়ালেখা করে অনলাইন স্কুলে, উনি কখনো বাজার করতে বাজারে যান না অনলাইনে অর্ডার করে দেন পণ্য চলে আসে বাসায়।



এই ছোট গল্পটা বলার কারন হচ্ছে এখন তথ্য প্রযুক্তির যুগ আর এই যুগে পড়ালেখা খেলাধুলা বিনোদন চাকরি কেনাকাটা সহ সব কিছু করা যায় ঘরে বসেই কেনাকাটা করার জন্য এখন আর বাজারে যেতে হয় না আপনি চাইলে ঘরে বসেই নিত্য প্রয়োজনীয় সকল পণ্য ক্রয় করতে পারেন অনলাইন থেকে আমরা আমাদের এই ওয়েবসাইটের মাধ্যেমে তথ্য প্রযুক্তির সকল সঠিক তথ্য তুলে ধরার চেস্টা করি আজ আপনাদের কে জানাবো বিশ্বের সেরা ও জনপ্রিয় কিছু অনলাইন মার্কেট সম্পর্কে 


অ্যামাজন

অ্যামাজন একটি মার্কিন ইলেক্ট্রনিক বাণিজ্য কোম্পানি, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক খুচরা বিক্রেতা অ্যামাজনের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে অবস্থিত। এই কোম্পানির জেফ বেজোস একটি অনলাইন বইয়ের দোকান দিয়ে কার্যক্রম শুরু করেন পরবর্তীতে বৈচিত্রপূর্ণ ডিভিডি, ভিএইচএস, সিডি, ভিডিও এবং এমপিত্রি ডিউনলোড/স্ট্রিমিং, সফটওয়্যার, ভিডিও গেম, ইলেকট্রনিক্স, পোশাক, আসবাবপত্র, খাবার, খেলনা, এবং গহণা বিক্রয় করা শুরু করেন, বর্তমানে এটি বিশ্বের সর্ব বৃহত্তম ইলেক্ট্রনিক বাণিজ্য কোম্পানি।

Next Post Previous Post
1 Comments
  • Md saiful sarkar
    Md saiful sarkar January 2, 2021 at 4:20 PM

    বাংলাদেশ থেকে কেনাকাটা করার জন্য ভালো কোনো ওয়েবসাইট আছে কি?

Add Comment
comment url