মেসেঞ্জারের জানা অজানা সকল তথ্য
বার্তা আদান-প্রদানের সবচেয়ে দ্রুত সহজ সেরা একটি মাধ্যম হচ্ছে মেসেঞ্জার, শুরুর দিকে এটিকে ফেসবুক চ্যাট নামে অতিবাহিত করা হতো, তারপর ফেসবুক মেসেঞ্জার আর বর্তমানে শুধু মেসেঞ্জার নামে পরিচিত মূলত মূলত ফেসবুক তাদের বার্তা আদান-প্রদানের পরিষেবাটিকে আরও নবরূপে সূচীত করার জন্য এই অ্যাপসটি কে তৈরি করা হয়েছে.
ফেসবুক মেসেঞ্জারের জানা অজানা সকল তথ্য