যেকোনো মেসেজ পড়ে শুনাবে আপনার অ্যান্ড্রযেড ফোন! Select to spark

অনেক সময় আমাদের বন্ধু বান্ধবরা অনেক বড় বড় মেসেজ পাঠায় যা পড়তে অনেক সময়ের দরকার এবং অনেক বড় মেসেজ হওয়ার কারনে অনেকেই সেটা পড়ে না। কেমন হয় যদি সেই মেসেজ টা আপনার ফোনটি আপনাকে পড়ে শুনায়,,,? হ্যাঁ এখন থেকে আর আপনাকে কষ্ট করে বড় বড় মেসেজ পড়তে হবে না আপনার ফোনই আপনাকে পড়ে শুনাবে।

শুধু  পাঠানো মেসেজ না, আপনি যদি কোনো নিউজ প্রোটাল সাইটের খবর পড়তে চান মোবাইলে যদি কোনো পিডিএফ বই পড়তে চান সেগুলোও আপনাসে  পড়ে শুনাবে এক কথায় সকল টেক্সট।



এর জন্য আপনাকে কোনো অ্যাপস ব্যাবহার করতে হবে না, আপনি সরাসরি আপনার ফোনের সেটিংসে চলে এবং accessibility অপনশটি খুজে বের করে সেটাতে প্রবেশ করুন।



তারপর Select to speak অপশনটি On করে দিন On করার পর আপনার মোবাইলের স্কিনের ওপর একটা আইকন চলে আসবে


এখন যে টেক্সটি শুনতে চান সেই পেজে গিয়ে এই আইকন টিতে ক্লিক করে তারপর যে টেক্সট টা আপনার মোবাইল পড়াতে চান সেটি মার্ক করলেই অটোমেটিক আপনার মোবাইল সেই টেক্সটি আপনাকে পড়ে শুনাবে

বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন আর এই পোস্ট টি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url