অনলাইন ক্যাপচা এন্ট্রি সম্পর্কিত সকল তথ্য

ক্যাপচা হচ্ছে তথ্যপ্রযুক্তিতে ব্যবহৃত বিশেষ একটি নিরাপত্তা ব্যবস্থা Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টার্নিং টেস্ট টু টেল কম্পিউটার এন্ড হিউম্যানস অ্যাপারট যার মানে হচ্ছে কম্পিউটার এবং হিউম্যানকে বাদ দেওয়ার জন্য সম্পূর্ণ স্বয়ংক্রিয় পাবলিক ট্যুরিং পরীক্ষা। নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের ভিতর দিয়ে যাবার সময় পাসওয়ার্ড দেওয়া হয়। পাসওয়ার্ডটি এমন ভাবে দেওয়া হয় কেউ যেন সেটি সহজে অনুমান করতে না পারে। 

কিন্তু পাসওয়ার্ড বের করে ফেলার জন্য বিশেষ কম্পিউটার বা বিশেষ রোবট তৈরী হয়েছে, যতক্ষণ না সঠিক পাসওয়ার্ডটি বের হয় একটি রোবট ততক্ষণ বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করতে থাকে, তাই রোবট যাতে ঢুকতে না পারে সে জন্য পাসওয়ার্ড দেওয়ার পরও একটি বিশেষ লেখা পড়ে টাইপ করে দিতে হয়। একজন সত্যিকার মানুষ যেটি সহজেই বুঝতে পারে কিন্তু রোবট তা বুঝতে পারে না। মানুষ এবং যন্ত্রকে আলাদা করার এই পদ্ধতিকে ক্যপচা বলে।

আপনি চাইলে অনলাইন ক্যাপচা এন্ট্রির কাজ করে ইনকাম করতে পারেন, এই কাজ করার জন্য তেমন কোনো প্রশিক্ষন বা অভিজ্ঞতার দরকার হয়না, আপনার টাইপিং যদি মুটামুটি ভালো থাকে তাহলেই আপনি এই কাজ করতে পারবেন। এবং ঠিকভাবে কাজ করলে মাস শেষে আপনি এখান থেকে ভালো মানের একটা ইনকাম করতে পারবেন।


অনলাইন ক্যাপচা এন্ট্রি সম্পর্কিত সকল তথ্য

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url