কণ্ঠস্বর পরিবর্তন করে কথা বলার অ্যাপস
অনেক সময় আমাদের বন্ধুদের সাথে দুস্টামি, প্রাঙ্ক কল বা নিজের পরিচয় গুপন করে ফোনে মোবাইলের কণ্ঠস্বর পরিবর্তন করে কথা বলার প্রোয়জন হয়, বর্তমানে বাজারে সাধারণ কিছু মোবাইল আছে যেগুলোতে ডিফল্ড ভাবে কণ্ঠস্বর পরিবর্তন অপশন থাকে কিন্তু আন্ড্রয়েড স্মার্ট ফোনে এরকম কোনো অপশন নেই ফলে ব্যবহার করতে হয় জন্য ভয়েজ চেঞ্জার অ্যাপস।
আপনি গুগল প্লেষ্টোরে Voice Changer লিখে সার্চ করলে আপনার হাজির হবে শত শত অ্যাপস কোনটা ব্যবহার করবেন বা কোনটা সব থেকে ভালো সেটা আপনার না বুঝাটাই স্বাভাবিক তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেরা ও জনপ্রিয় কিছু ভয়েজ চেঞ্জার অ্যাপস।
এই অ্যাপস টি দিয়ে আপনি কণ্ঠস্বর পরিবর্তন করা সহ যেকোনো কল রেকর্ডও করতে পারবেন এই অ্যাপসটি মার্কেটে এসেছে বেশি দিন হয়নি তাই এর ব্যবহারকারীর সংখ্যাও কম তবে ইতিমধ্যে গুগল প্লেষ্টোরে এই অ্যাপসটি কে ৩ হাজার মানুষ ৫ স্টার রেটিং দিয়ে দিয়েছেন। আপনি চাইলে এই অ্যাপসটি ব্যবহার করে দেখতে পারেন।
গুগল প্লেষ্টোরের তথ্য মতে কণ্ঠস্বর পরিবর্তন করে কথা বলার এই অ্যাপসটি কে ৫০ লাখেরও বেশি মানুষ ব্যবহার করছেন। আর ব্যবহারে সন্তুষ্ট হয়ে ৪০ হাজার মানুষ এটিকে ৫ ষ্টার রেটিং দিয়েছেন, এটি সর্বশেষ আপডেট করা হয়েছে ২০২০ সালের অক্টোবর মাসের ১৯ তারিখে কারেন্ট ভার্সন হচ্ছে ২.০.৬ এই অ্যাপসটির নির্ধারিত কোনো সাইজ নেই বিভিন্ন ডিভাইসের সাথে পরিবর্তিত হয়।
ভয়েজ চেঞ্জার বা কণ্ঠস্বর পরিবর্তন করার অন্যতম সেরা একটি অ্যাপস হচ্ছে এই VoiceFX এটির বর্তমান ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১ কোটি, এবং ৮০ হাজার মানুষ এই অ্যাপসটি ব্যবহার করার জন্য সাজেস্ট করেন, এই অ্যাপসটি দিয়ে আপনি বাচ্চা, পুরুষ, মহিলা, জীবজন্তু, রোবট, ভুত সহ প্রায় ৫০ টি ভয়েজ চেঞ্জার অপশন পাবেন। এটি সর্বশেষ আপডেট করা হয়েছে ২০২০ সালের ডিসেম্বর মাসের ১৬ তারিখে এবং এর সাইজ হচ্ছে ১৭ মেগাবাইট।
আন্ড্রয়েড স্মার্ট ফোন দিয়ে ভয়েজ চেঞ্জ করার সবথেকে সহজ অ্যাপস হছে এই অ্যাপসটি এটি নির্মাণ করেছেন অ্যান্ড্রয়েড রক এন্টারটেইনমেন্ট নামের একটি সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্টান এই অ্যাপসটি সর্ব শেষ আপডেট করা হয়েছে ২০২০ সালের ডিসেম্বর মাসের ৬ তারিখে কারেন্ট ভার্সন হচ্ছে ১.১.৩৯ সাইজ হচ্ছে ৬.৬ মেগাবাইট।
এই অ্যাপসটি হচ্ছে কণ্ঠস্বর পরিবর্তন করে কথা বলার সব থেকে সেরা এবং জনপ্রিয় একটি অ্যাপস, গুগল প্লেষ্টোর থেকে ১০ মিলিয়নের বেশি মানুষ এই অ্যাপসটি কে ডাউনলোড করেছেন এবং ২ মিলিয়ন ব্যবহারকারী এটিকে ৫ ষ্টার রেটিং দিয়েছেন, এটি সর্বশেষ আপডেট করা হয়েছে ২০২০ সালের জুলাই মাসের ৬ তারিখে কারেন্ট ভার্সন হচ্ছে ৩.৭.৭ এবং সাইজ হচ্ছে ৯.৬ মেগাবাইট।