জনপ্রিয় কিছু পেইড অ্যাপসের ফ্রী ডাউনলোড লিঙ্ক

আমরা আমাদের আন্ড্রয়েড ফোনে যে অ্যাপস গুলো ব্যাবহার করি তার মধ্যে বেশির ভাগ অ্যাপসেরই দুটি ভার্সন থাকে একটি ফ্রী ভার্সন অন্যটি প্রো বা পেইড ভার্সন যেগুলোর রয়েছে আলাদা কিছু ফিচার,  ফ্রী ভার্সনটা খুব সহজেই আমরা পেয়ে যাই গুগল প্লেষ্টোরের মাধ্যেমে কিন্তু প্রো বা পেইড ভার্সন ডাউনলোড করতে টাকার প্রয়োজন হয়, আর আপনি চাইলেও অনেক সময় টাকা দিয়ে এই অ্যাপস নিতে পারবেন না কারন প্লে ষ্টোরের এই পেইড অ্যাপস গুলো আপনি ক্রেডিট কার্ড ছাড়া কেনা যায় না। আজকের এই নতুন বছরের প্রথম দিনে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গুগল প্লেষ্টোরের সকল পেইড অ্যাপসের ফ্রী ডাউনলোড লিঙ্ক, নতুন বছর উপলক্ষে Projukti Buzz এর সকল ভিজিটরদের জন্য আমাদের এই ছোট উপহার।



Automatic Call Recorder Pro

আন্ড্রয়েড ফোনে কল রেকর্ড করার সব থেকে জনপ্রিয় অ্যাপস হচ্ছে Automatic Call Recorde যার রয়েছে কোটি ব্যাবহারকারী গুগল প্লেষ্টোরে এই অ্যাপসের প্রো ভার্সনটির দাম ৬৫০ টাকা এখান থেকে ডাউনলোড করে নিন একদম বিনামূল্যে। 


AndroVid Pro

আমি আমার জীবনের প্রথম আন্ড্রয়েড ফোনে যে অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করেছিলাম তার নাম হচ্ছে AndroVid সারা বিশ্বের এই এই অ্যাপসের ব্যাবহার কারীর সংখ্যা প্রায় ১ কোটি গুগল প্লেষ্টোরে AndroVid এর একটি প্রো ভার্সন আছে প্রো ভার্সনের ব্যাবহারকারীর সংখ্যা মাত্র ১০ হাজার কারন এর দাম ১৫০০ টাকা কিন্তু আজ আপনাদের জন্য আমরা দিচ্ছি একদম বিনামূল্যে। Download low


Nova Launcher

আন্ড্রয়েড ফোনের অত্যন্ত জনপ্রিয় একটি Launcher হচ্ছে এই Nova Launcher এটি সর্বশেষ আপডেট করা হয়েছে December 22, 2020 এবং গুগল প্লেষ্টোরে এই অ্যাপসের প্রো ভার্সনটির দাম ৪০০ টাকা,  Free Download Now


Viva Video PRO

প্রোফেশনাল ভিডিও এডিটিং এবং ফটো স্লাইডশো বানানো আন্ড্রয়েড অ্যাপস গুলোর মধ্যে দুর্দান্ত  অ্যাপস হচ্ছে ভিডিও Viva Video সারা বিশ্ব জুড়ে যার রয়েছে কয়েক মিলিয়ন ব্যবহারকারী গুগল প্লে স্টোরে এর একটি প্রো ভার্সন আছে যারা দাম ২৫০ টাকা। Free Download Now


Puffin Browser Pro

এমন অনেক কাজ আছে যেগুলো আন্ড্রয়েড ফোনে করা যায়না ব্যবহারকারীরা একবার পাফিনের রোমাঞ্চকর গতি অনুভব করলে নিয়মিত মোবাইল ইন্টারনেট নির্যাতনের মতো বোধ করে। পাফিন ব্রাউজার প্রো হলো পাফিন পরিবারের প্রিমিয়াম সংস্করণ এটি বিজ্ঞাপন-স্পনসর করা হয় না গুগল প্লে স্টোরে এর একটি প্রো ভার্সন আছে যারা দাম ৪২০ টাকা। Free Download Now


PicSay Pro

মোবাইল দিয়ে লোগো ব্যানার বা থাম্বাইল তৈরি করার জন্য আমি অনেক অ্যাপস ব্যাবহার করেছি তার থেকে ভালো লাগার একটি অ্যাপস হচ্ছে এটি এবং আমি ব্যাক্তিগত ভাবে সবাইকে বলবো এটি ব্যাবহার করার জন্য গুগল প্লে স্টোরে এর একটি প্রো ভার্সন আছে যারা দাম ২৯০ টাকা। Free Download Now


MX Player Pro

এম এক্স প্লেয়ারের কথা নতুন করে কিছু বলতে চাইনা কারন অনেক আগেই আমি এমএক্স প্লেয়ার অ্যাপস সম্পর্কিত সকল তথ্য আপনাদের কে জানিয়ে দিয়েছি এই এম এক্স প্লেয়ারেরও একটি প্রো ভার্সন আছে গুগল প্লে স্টোরে যারা দাম ৪৮২ টাকা। Free Download Now


Kinemaster Pro

একটা সময় ছিলো যখন আমি নিজেও এই অ্যাপসের জন্য পাগল ছিলাম কারন যারা ইতিমধ্যে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করেছেন বা করেন তারা অবশ্যই এই অ্যাপস সম্পর্কে খুব ভালো করেই জানেন গুগল প্লে স্টোরে এর একটি প্রো ভার্সন আছে যারা দাম ৪২০ টাকা। Free Download Now


Poweramp 

গুগল প্লে স্টোরের শীর্ষস্থানীয় সংগীত প্লেয়ারের মধ্যে অন্যতম একটি অ্যাপস হচ্ছে Poweramp গত ১০ বছর ধরে সার্ভিস দিয়ে আসছে এই অ্যাপস দুর্দান্ত ক্রসফেইড, এবং সর্বাধিক জনপ্রিয় এই অ্যাপসের ব্যবহারকারীরা সংখ্যা ৪ মিলিয়ন+ গুগল প্লে স্টোরে এই অ্যাপসের দাম ৮০ টাকা। Free Download Now


সাথেই থাকুন পরবর্তীতে আরো কিছু অ্যাপস যুক্ত করা হবে 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url