ক্ল্যাশ অব ক্ল্যানসের জানা অজানা সকল তথ্য
গেম ওভারভিউ
ক্ল্যাশ অব ক্ল্যানস মূলত একটি কৌশলগত গেম, গেমের শুরুতে দেখা যায় খেলোয়াড় একটি গ্রাম পায় যেখানে বিভিন্ন ধরনের ঘর থাকে, ও স্থাপনা থাকে। গ্রামের মূল অংশটি হলো টাউনহল, খেলোয়াড়রা অন্য খেলোয়াড়দের গ্রামকে আক্রমণ করে স্বর্ণ, এলিক্সার ও ডার্ক এলিক্সার সংগ্রহ করে এছাড়া একাধিক খেলোয়াড় একসাথে হয়ে সর্বোচ্চ ৫০ জনবিশিষ্ট দল গঠন করতে পারে, যাকে ক্ল্যান বলা হয়। একটি ক্ল্যানের সদস্যরা অন্য ক্ল্যানের সদস্যদের গ্রামে আক্রমণ করার মাধ্যমে ক্ল্যান যুদ্ধ করতে পারে।
এছাড়াও ক্ল্যানের সদস্যরা নিজেদের মধ্যে আলাপচারিতা, বন্ধুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও সৈন্য প্রদান করতে পারেন। এসব ক্ল্যানের প্রধান থাকেন একজন নেতা; যিনি তার ক্ল্যানের সর্বময় ক্ষমতার অধিকারী। নেতা ছাড়াও তুলনামূলক সীমিত ক্ষমতা নিয়ে যথাক্রমে সহনেতা, অগ্রজ ও সদস্য থাকে। খেলোয়াড়রা ইচ্ছা করলেই এসব ক্ল্যান পরিবর্তন করে অন্য ক্ল্যানে যেতে পারে অথবা নতুন ক্ল্যান তৈরি করতে পারে, এই ক্ল্যান যুদ্ধকেই গেমটির জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।
নির্মাণকারী প্রতিষ্ঠান
ক্ল্যাশ অব ক্ল্যানস গেমটি নির্মাণ করা হয়েছে ২০১২ সালে এটি নির্মাণ করেছেন ফিনল্যান্ডের সুপারসেল নামক একটি ভিডিও গেম নির্মাণকারী প্রতিষ্ঠান, যার ৮৩% শেয়ারের মালিকানা হচ্ছে চীনা বহুজাতিক গোষ্ঠি হোল্ডিং কোম্পানী টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড, সুপারসেলের সদরদপ্তর ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এবং এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা নাম ইল্কা প্যানেন্যান, ক্ল্যাশ অব ক্ল্যানস ছাড়াও এই প্রতিষ্ঠানটি থেকে এখন পর্যন্ত আরো ৪ টি গেম নির্মাণ করেছেন।
ক্ল্যাশ অব ক্ল্যানস নির্মাণকারী প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট
ক্ল্যাশ অব ক্ল্যানস নির্মাণকারী প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল
ক্ল্যাশ অব ক্ল্যানস নির্মাণকারী প্রতিষ্ঠানের ফেসবুক পেজ
মুক্তি ও সংস্করণ
অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের প্রথম মুক্তি দেওয়া হয় ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর এবং গুগল প্লেষ্টোরে আন্তর্জাতিক ভাবে মুক্তি দেওয়া হয় ২০১৩ সালের ৭ অক্টোবর। বর্তমানে এটি গুগল প্লে এর সর্বোচ্চ ডাউনলোড হওয়া গেমের তালিকায় ৯৬ তম অ্যান্ড্রয়েড গেম এছাড়াও এটি এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আয় করা গেম, প্রতিদিন এই গেম থেকে প্রায় এক মিলিয়ন ডলার আয় হয়। ক্ল্যাশ অব ক্ল্যানস গেমটি সর্বশেষ আপডেট করা হয়েছে ২০২০ সালের ডিসেম্বর মাসের ৭ তারিখে আর বর্তমানে এর ভার্সন হচ্ছে ১৩.৬৭৫.৬ সাইজ হচ্ছে ১৫০ মেগাবাইট।