মোবাইল দিয়ে থাম্বনেইল বানানোর উপায়! Thumbnail Maker apps

যারা ইউটিউবিং করেন বা নিজের ইউটিউব চ্যানেল আছে যেখানে নিজে ভিডিও তৈরি করে পাবলিশ করেন একমাত্র তারাই জানেন যে থাম্বনেইল এর গুরুত্ব, ভিডিও যত ভালোই হোক না কেনো যদি সেই ভিডিও এর থাম্বনেইল আকর্ষণীয় না হয় তাহলে ভালো ভিউ পাওয়া আশা করা নিত্যন্তই বোকামি।


যারা ২-৩ বছর বা তারও বেশি সময় ধরে ইউটিউব এ যুক্ত আছে তারা ইতিমধ্যে থাম্বনেইল বানানোর প্রক্রিয়া জেনে গেছেন এবং খুব সুন্দর সুন্দর থাম্বনেইল বানাতে পারেন, কিন্তু যারা একদমই নতুন তাদের কাছে এই কাজটি খুবই কঠিন একটি বিষয় বিশেষ করে যারা মোবাইল দিয়ে ইউটিউব এ কাজ করছেন, তাদের জন্যই আমার আজকের এই টিউটোরিয়াল যেখানে আমি শেয়ার করেছি মোবাইল দিয়ে কিভাবে প্রোফেশনাল মানের থাম্বানেইল বানানো যায়।





Apps name: Thumbnail Maker


Apps size: 16 megabyte


Apps user: 5 million+


Release date: September 2018


Lust update : January 2021


Current version: 11.8


Download link: thumbnail maker

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url