Shrink Earn থেকে ইনকাম করার উপায়! bangla tutorial
Shrink Earn হচ্ছে একটি লিংক শর্টনার সাইট বিভিন্ন নিউজ, টিউটোরিয়াল বা যেকোনো ফাইলের ডাউনলোড লিংক এই সাইটের মাধ্যমে শর্ট করে ইনকাম করা যায়। এই ওয়েসাইট টি চালু হয়েছে মাত্র ৩ বছর হয়েছে, whois থেকে জানা যায় Shrink Earn ডোমেইন টি রেজিষ্ট্রেশন করা হয়েছে ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসে, তবে এরই মধ্যে এরা খুব জনপ্রিয় হয়ে উঠেছে যার প্রমান পাওয়া যায় ওয়েবসাইট র্যাংক নির্ধারনকারী পরিষেবা আলেক্সা তে, যেখানে দেখা যাচ্ছে এই সাইটের গ্লোবাল র্যাংকিং হচ্ছে ২২৫২০, আর তাদের কর্মীর সংখ্যাও কম নয়, প্রায় ৫ লক্ষ যার মধ্যে সবথেকে বেশি কর্মী বা ব্যবহারকারী হচ্ছেন ভারতীয়।
রেজিষ্ট্রেশন করার নিয়ম
এই সাইটে রেজিষ্ট্রেশন করার জন্য সরাসরি এই লিংকে চলে যান অথবা তারপর আপনার সামনে একটি রেজিষ্ট্রেশন ফরম আসবে সেখানে আপনার নাম, ই-মেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা পূরণ করে I agree to the Terms of Use and Privacy Policy বক্সটি ঠিক মার্ক দিয়ে Register বাটনে ক্লিক করলেই একাউন্ট হয়ে যাবে।
কাজ করার নিয়ম
রেজিষ্ট্রেশন করার পর লগইন করলে সরাসরি আপনার একাউন্টের ড্যাসবোর্ডে চলে যাবে সেখানে আপনি your url here নামে একটি বক্স দেখতে পারবেন সেখানে আপনার লিংক টি পেস্ট করে দিয়ে Shorten এ ক্লিক করলে ২-৩ সেকেন্ডের মধ্যে লিংক টি শর্ট হয়ে যাবে এবার আপনি সেই লিংক টি বিভিন্ন সোশ্যাল কমিউনিটি এবং ওয়েবসাইটে শেয়ার করে দিন, এবার এই লিংকে যত বেশি ক্লিক আসবে আপনার ইনকাম তত বেশি হবে। প্রতি ১ হাজার ক্লিকের জন্য আপনি সর্বোচ্চ ২০ ডলার এবং সর্বনিম্ন ৩ ডলার ইনকাম করতে পারবেন।
এছাড়াও এই সাইটে রেফার করেও ইনকাম করা যায়, আপনার একাউন্টের ড্যাসবোর্ডে Referrals নামের একটি অপশন আছে যেখানে গেলে আপনি আপনার রেফার লিংক পেয়ে যাবেন, এই লিংকটা আপনার পরিচিত অপরিচিত সবচর সাথে শেয়ার করবেন, যদি কেউ আপনার রেফার লিংকে ক্লিক করে ShrinkEarn এ জয়েন করে এবং টিক ভাবে কাজ করে তাহলে আপনি তাদের কাজের ২৫% কমিশন পাবেন।
পেমেন্ট পদ্ধতি
এই সাইটে PayPal, Payeer, Airtm ও Bitcoin সহ মোট ১২ টি মাধ্যমে পেমেন্ট উইদ্রো করতে পারবেন, আপনি যদি পেপাল বা বিটকয়েন এ ইউদ্রো দিতে চান তাহলে আপনার একাউন্টে ১০ ডলার থাকতে হবে, আর যদি পেয়ার বা এয়ারটিম এ পেমেন্ট নিতে চান তাহলে ৩ ডলার হলেই উইদ্রো তিদে পারবেন,
সাপোর্ট ও যোগাযোগ
এই সাইটে কাজ করতে যদি আপনার কোনো সমস্যা হয় বা যেকোনো পরামর্শের জন্য সরাসরি মেইল করুন admin@shrinkearn.com অথবা যুক্ত থাকতে পারেন তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে