ইন্টারনেট স্পিড চেক করার উপায় check internet speed
আমাদের দেশে যত মোবাইল টেলিকম সংস্থা আছে যেমন গ্রামীনফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল এবং সরকারি সংস্থা টেলিটক এর মধ্যে সব থেকে ভালো ইন্টারনেট স্পিড পাওয়া যায় কোন সিমে এটা কিভাবে বুঝবেন? অথবা আপনি যদি স্থানীয় ওয়াই ফাই সংযোগ ব্যবহার করে থাকেন তাহলে কিভাবে বুঝবেন আপনার ইন্টারনেটের স্পিড কেমন বা কত Mbps এর ইন্টারনেট আপনি ব্যহবহার করেন? এই টিউটোরিয়ালের আমি ইন্টারনেট স্পিড চেক করার যত গুলো উপায় আছে সব গুলোই শেয়ার করা হয়েছে।
মোবাইলে ইন্টারনেট স্পিড চেক করার উপায়
অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট স্পিড চেক করার বহুল জনপ্রিয় একটি অ্যাপস হচ্ছে internet speed meter lite এটি গুগল প্লেষ্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে, এই অ্যাপসটি রিলিজ হয়েছিলো ২০১৩ সালের এপ্রিল মাসে এবং সর্বশেষ আপডেট করা হয়েছে ২০২০ সালের এপ্রিল মাসে, সাইজ ও অনেক কম মাত্র ১.৫ মেগাবাইট যার বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটিরও বেশি,
ইন্টারনেট স্পিড চেক করা ছাড়াও এই অ্যাপসে আরো কিছু ফিচার আছে যার উল্লেখযোগ্য হচ্ছে আপনি আপনার ফোনে প্রতিদিন কত মেগাবাইট ইন্টারনেট ব্যবহার করছেন সেটা কাউন্ট করে রাখা হবে যা আপনি পরবর্তীতে যেকোনো সময় দেখতে পারবেন,
স্মার্টফোনে ফোনে ইন্টারনেট স্পিড চেক করার সব থেকে পুরোনো অ্যান্ড্রয়েড অ্যাপস, ব্যবহারকারীর সংখ্যা, সাইজ রেটিং বা রিভিউ যেই দিক দিয়েই বিবেচনা করেন না কেনো সব দিকেই এগিয়ে থাকবে এই অ্যাপসটি, এখন এটি ব্যবহার করা বা না করা আপনার ব্যাপার।
কম্পিউটারে ইন্টারনেট স্পিড চেক করার উপায়
পিসি বা ল্যাপটপের ইন্টারনেট স্পিড চেক করার অনেক অ্যাপস আছে তবে আমি সবার প্রথম যে অ্যাপস টার সন্ধান পেয়েছিলাম তার নাম হচ্ছে Speed Checker নামের সাথে বোঝা যায় যে স্পিড চেকারটি একটি স্বতন্ত্র অ্যাপ্লিকেশন, যা ব্যবহারকারীকে বিশ্বের বিভিন্ন দেশে সার্ভারের অবস্থানগুলিতে সংযুক্ত করতে পারে, এটি ব্যবহার করা অত্যন্ত সহজ এবং মোটামুটি ভালভাবে কাজ করে। এই অ্যাপসটি বিনামূল্যে পাওয়া যায় এবং এর নির্ধারিত কোনো সাইজ নেই এটি বিভিন্ন ডিভাইসের সাথে পরিবর্তিত হয়,
আপনি যদি আপনার পিসি বা ল্যাপটপে ইন্টারনেট স্পিড চেক করতে চান তাহলে এই অ্যাপস টি ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি গুগলে internet speed test pc apps লিখে সার্চ করেন তাহলে অনেক অ্যাপস পাবেন সেখান থেকে যেটা আপনার ভালো লাগে সেটা ব্যবহার করে আপনার ইন্টারনেট স্পিড চেক করতে পারবেন।
এছাড়াও আপনি যদি চান কোন অ্যাপস ইনস্টল না করেও internet speed চেক করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো একটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে, ইন্টারনেট স্পিড চেক করার অনেক ওয়েবসাইট আছে যার মধ্যে সব থেকে ভালো একটি ওয়েবসাইট হচ্ছে Fast নামের এই ওয়েবসাইটটি এটি চালু হয়েছে আজ থেকে প্রায় ২৫ বছর আগে এবং এটির উন্নয়নকারী সংস্থা হচ্ছে মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্স, আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করলেই অটোমেটিক ভাবে আপনার ব্যবহার করা ইন্টারনেটের স্পিড দেখতে পারবেন।