ইসলামিক জ্ঞান চর্চা করার অ্যান্ড্রয়েড অ্যাপস Islamic apps

আমাদের সমাজের অধিকাংশ মানুষ কবি, সাহিত্যিক, শিল্পী, গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা, খেলোয়াড়, রাজনীতিবিদ, নেতা-নেত্রী প্রভৃতি সহ দুনিয়াদারী নানান বিষয়ে জ্ঞানার্জনের জন্য যতটুকু তৎপর বা আগ্রহ প্রকাশ করলেও ইসলামী জ্ঞানার্জনের ক্ষেত্রে তেমন তৎপর বা আগ্রহ প্রকাশ করেন না। ফলে তাদের কাছে নবী-রাসূল, কুরআন-হাদীছ তথা ইসলামের মৌলিক বিষয়ে কোন প্রশ্ন রাখা হলে সন্তোষ জনক উত্তর পাওয়া যায় না।

কুরআন-হাদীছের বড় বড় বই পুস্তক পড়ে দলীলসহ বিস্তারিত ভাবে জানা অনেকের জন্য দুঃসাধ্য হয়ে যায়। কারণ এ ধরণের বই-পুস্তক সব সময় তাদের হাতের নাগালে পাওয়া যায় না। আর এই জন্যই আমি আজকে আপনাদের জন্য "প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান" নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপসের রিভিউ করছি যা থেকে সর্বস্তরের মানুষ সংক্ষেপে ও সহজভাবে ইসলামের মৌলিক বিষয়গুলো জানতে পারবে। 


Apps download link

এই অ্যাপসটি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিলো ২০১৫ সালের জানুয়ারী মাসে আর সর্বশেষ আপডেট করা হয়েছে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে, মাত্র ৩ মেগাবাইটের এই অ্যাপসটির ব্যবহারকারীর সংখ্যা ১ লাখেরও বেশি, এই অ্যাপসটিতে আমাদের প্রিয় রাসূল মুহাম্মাদ (সা), সাহাবায়ে কেরাম, কুরআন-হাদীস, ঈমান-আকীদা, ফিকহী, দু’আ ও যিকির সম্পর্কে প্রায় ১০০০টি প্রশ্নোত্তর রয়েছে।

ইসলামী জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান, এই জ্ঞান মানুষকে দুনিয়া ও আখেরাতের কল্যাণের পথ দেখাবে, সাধারণ মুসলমানগণ যারা কাজের চাপ বা বিভিন্ন ব্যাস্ততার জন্য বই পড়তে পারেন না, তারা এই অ্যাপস থেকে উপকৃত হবেন বলে আশা করি। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url