পুরোনো সৃতি ধরে রাখার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ছবি/ফটো বর্তমান সময়ের স্মার্টফোন গুলোতে ভালো মানের ক্যামেরা থাকলেও একটা সময় ছিলো যখন মোবাইল দিয়ে ছবি তুললে সেই ছবির কোয়ালিটি তেমন একটা ভালো হতো না, সেই লো কোয়ালিটির ছবি গুলো আমরা আমাদের ফোনে খুবই যত্ন করে রেখে দেই শুধু পুরোনো সৃতি ধরে রাখার জন্য তবে এখন আপনি চাইলে যেকোনো নস্ট বা পুরোনো ছবি ঠিক করতে পারবেন মাত্র ২ মিনিটে এর জন্য আপনাকে একটি অ্যাপসের সাহায্য নিতে হবে অ্যাপসটির নাম Remini Photo Enhancer
Remini হচ্ছে একটি ফ্রী ফটোগ্রাফি অ্যাপ্লিকেশন যার সাহায্য আপনি ক্যামেরা বা মোবাইল ফোনের তোলা পুরানো অস্পষ্ট বা নিম্নমানের ছবিগুলিকে স্বচ্ছ ও নতুন করতে পারবেন। এই অ্যাপসটি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিলো ২০১৯ সালের জুলাই মাসে, এবং সর্বশেষ আপডেট করা হয়েছে চলতি বছরের জুলাই মাসের ১৫ তারিখে, যার বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ১ কোটিরও বেশি।
আপনি যদি এই অ্যাপসটি ব্যবহার করতে করতে চান তাহলে প্লেস্টোর গিয়ে Remini লিখে সার্চ করলেই পেয়ে যাবেন অথবা সরাসরি এই লিংকে গিয়ে ইন্সটল করতে পারবেন। পুরোনো বা নস্ট ছবি ঠিক করা ছাড়াও এই অ্যাপসটি দিয়ে যেকোনো ফটো পেইন্টিং এবং স্কেচের মতোও করতে পারবেন।
0 Comments