মোবাইলে উল্টা করে লেখার উপায় Flip text apps
কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে একজন উল্টো করে লিখে পোস্ট করেছেন, প্রথমে এটা দেখে অবাক পরে জানতে পারলাম অ্যাপসের সাহায্য খুব সহজেই যেকোনো লেখা বা টেক্সট কে উল্টো করে লিখে সেটা সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যায়।
যেমনঃ noʎ ǝɹɐ ʍoɥ
যেকোনো লেখা বা টেক্সট কে উল্টো করার অ্যাপসের নাম Flip text আপনি যদি গুগল প্লেষ্টোরে Flip text apps লিখে সার্চ করেন তাহলে অনেকগুলো অ্যাপস পাবেন তবে শত অ্যাপসের মাঝে খুব ভালো একটি অ্যাপস হচ্ছে Flip d text
মাত্র এক মেগাবাইট এর এই অ্যাপসটি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিলো ২০১৮ সালের আগস্ট মাসে আপনি সরাসরি এই লিংক থেকে অ্যাপসটি ডাউনলোড করে যেকোনো লেখা বা টেক্সট কে উল্টো করে লিখে ফেসবুক মেসেঞ্জার সহ সব জায়গায় শেয়ার করতে পারবেন।