মোবাইল ফোনের মাধ্যমে কোরআন শেখার উপায় Quran apps
সব কিছুর সমাধান একমাত্র আল কোরআন, যার মধ্যে কুরআনের জ্ঞান নেই তার মতো মূর্খ দুনিয়াতে আর কেই নেই, আপনি ডাক্তার, ইন্জিনিয়ার, প্রোকোশলী যাই হোন না কেনো আপনার মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে তাহলে আপনি এখনো সুশিক্ষিত হতে পারেন নি।
এই কথা আমার না এই কথা তাদের যারা পিএইচডি, অনার্স-মাস্টার্স কমপ্লিট করেও নতুন করে কোরআন শিক্ষা করছেন। আগে পবিত্র কোরআন আরবী ভাষায় থাকলেও বর্তমানের এই আধুনিক যুগে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে, যার ফলে খুব সহজেই কোরআন শেখা যায়।
এবং আপনি চাইলে মোবাইল ফোনের মাধ্যমেও কোরআন শিখতে পারবেন, মোবাইল ফোনের মাধ্যমে কোরআন শেখার অনেক অ্যাপস আছে এর মধ্যে সব থেকে সেরা ও জনপ্রিয় কয়েকটি অ্যাপস আপনাদের সাথে শেয়ার করছি যার মাধ্যমে আপনি আপনার মোবাইল দিয়ে খুব সহজেই কোরআন শিখতে পারবেন।
মোবাইল দিয়ে কোরআন শেখার সব থেকে ভালো একটি অ্যাপস হচ্ছে এই Al Quran এই অ্যাপসটি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিলো ২০১৬ সালে যা এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ ইনস্টল করেছেন, মাত্র ৪ মেগাবাইটের এই অ্যাপসটিতে পুরো ৩০ পারা কোরআন আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ ও অর্থসহ সহ দেওয়া আছে।
পড়ার পাশাপাশি আপনি চাইলে যেকোনো সুরা অডিও শুনতে পারবেন, এবং আপনি যদি কোনো নির্দিষ্ট সুরা মুখস্থ করার থাকে তাহলে সেটা বুকমার্ক করে রেখে দিতে পারবেন যা পরবর্তীতে খুব সহজেই পড়তে পারবেন।
এছাড়াও এই অ্যাপস থেকে আপনি মহান আল্লাহ তায়ালার ৯৯ টি নাম নামের অর্থ এবং কোন নামের কি ফযিলত তা জানতে পারবেন।
কয়েকদিন আগে আমি একজন কে জিজ্ঞেস করেছিলাম যে মোবাইল দিয়ে কোরআন শেখার সব থেকে ভালো অ্যাপস কোনটি? উনি আমাকে এই অ্যাপসটির কথা বলেছিলেন, এটাতেও আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ ও অর্থসহ দেওয়া আছে।
এই অ্যাপসটি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিলো ২০১৭ সালে আর সর্বশেষ আপডেট করা হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে, ১৯ মেগাবাইটের এই অ্যাপসটি গুগল প্লেষ্টোরে ডাউনলোডের সংখ্যা ৫ লাখেরও বেশি।
এই অ্যাপসটির উন্নয়নকারী সংস্থার নাম Andi Unpam যারা এখন পর্যন্ত অনেকগুলো ইসলামিক অ্যাপস তৈরি করেছেন।