অ্যান্ড্রয়েড ফোনের স্কিন রেকর্ডার অ্যাপস Android Screen recording apps

আমাদের মধ্যে অনেকের সাদ আছে সাধ্যে নাই, প্রতিভা আছে দেখানোর মতো সুযোগ নাই, ইউটিউবার হতে চাই কিন্তু ভালো পিসি বা সরঞ্জামের জন্য ইউটিউবার হতে পারেন না, কেউ কেউ আবার একটু জেদি ইউটিউবার হতেই হবে আর এজন্য মোবাইল দিয়েই শুরু করেছেন ইউটিউবিং, মোবাইল দিয়ে যারা ইউটিউবিং শুরু করতে  চান বা ইতিমধ্যে শুরু করেছেন এবং বিশেষ করে যারা টিউটোরিয়াল টাইপ ভিডিও তেরি করেন তাদের সব থেকে কার্যকারিত একটি বস্তু হচ্ছে স্কিন রেকর্ডার অ্যাপস। গুগল প্লেষ্টোরে অসংখ্য স্কিন রেকর্ডার অ্যাপস আছে তার মধ্যে বেশির ভাগ অ্যাপসই অকার্যকরী সেখান থেকে বাচাই করে সেরা ও জনপ্রিয় কিছু স্কিন রেকর্ডার অ্যাপস এর আপনাদের সাথে শেয়ার করছি এই অ্যাপস গুলো মধ্যে যেকোনো একটা ব্যবহার করে আপনি আপনার মনের মতো স্কিন রেকর্ড করতে পারবেন।



Mobizen Screen Recorder

শুরুতে যে অ্যাপসটির কথা বলবো এই অ্যাপসটি বর্তমানে গুগল প্লেষ্টোরে সব থেকে পুরোনো সেরা ও জনপ্রিয় একটি অ্যাপস, সারা বিশ্বে যার ব্যাবহারকারীর সংখ্যা ১৫ কোটিও বেশি, এই অ্যাপসটি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিলো ২০১২ সালে আর সর্বশেষ আপডেট করা হয়েছে চলতি বছরের জুন মাসে, ডাউনলোড সাইজ হচ্ছে ২৪ মেগাবাইট, আর এই অ্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপল ও অন্যান্য অপারেটিং সিস্টেম সহ মোট ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটি+


Screen Recorder

আমি সর্ব প্রথম মোবাইল দিয়ে স্কিন রেকর্ড করেছিলাম ২০১৮ সালে তখন গুগল প্লেষ্টোরে ট্রেডিং এ ছিলো Screen Recorder নামের এই অ্যাপসটি, এটি পাবলিশ করা হয়েছিলো ২০১৭ সালে আর সর্বশেষ আপডেট করা হয়েছে চলতি বছরের জুন মাসে, যদিও এই অ্যাপসটির সাইজ একটু বেশি (৪২ মেগাবাইট) তবে অন্য সব Screen Recording apps এর তুলনায় এটিতে আলাদা কিছু ফিচার রয়েছে যা আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না।


আপনি যদি মোবাইল দিয়ে স্কিন রেকর্ডার এর ভিডিও বানাতে চান তাহলে এর মধ্যে থেকে যেকোনো একটা অ্যাপস ব্যবহার করে কাজ শুরু দিতে পারেন, আর হ্যাঁ এই অ্যাপস গুলো দিয়ে ভিডিও রেকর্ড করার পর সেই ভিডিও ইডিটিং করার জন্য আলাদা কোনো অ্যাপস ব্যবহার করতে হবে না, কারণ এই অ্যাপস গুলোতে Trim video, Merge videos, Crop video, Rotate video, Compress video, Edit audio, Add background music to video, Add subtitles to video, Convert video to GIF সহ আরো অনেক ফিচার দেওয়া আর যার মাধ্যমে আপনি একটি অ্যাপস দিয়েই recoding ও editing দুটোই করতে পারবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url