Azobux থেকে ইনকাম করার উপায়!

Azobux হচ্ছে একটি পিটিসি সাইট কোনো কাজের অভিজ্ঞতা এবং কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই শুধুমাত্র বিজ্ঞাপনে ক্লিক করে এই সাইট থেকে ইনকাম করা যাবে, আপনি যদি একদম নতুন হয়ে থাকে তাহলে আপনার জন্য বেষ্ট একটি সাইট হচ্ছে এই azobux, এই সাইট টি চালু হয়েছিল ২০১৭ সালের ডিসেম্বর মাসে শুরুতে ডটকম ডোমেইন নিয়ে চালু হলেও ২০১৮ সালের মার্চ মাস থেকে তারা ডটনেট ডোমেইন টির মাধ্যমে তাদের পরিষেবা দিয়ে যাচ্ছেন। 


বর্তমানে এই সাইটের গ্লোবাল র‌্যাংকিং হচ্ছে ৫৩৮৫৩৮ আর অনলাইন ইনকাম ওয়েবসাইট বিশ্লেষণকারী পরিসেবা ফক্সি রেটিং এর তথ্যমতে বর্তমানে সেরা ১০ টি পিসিটি সাইটের মধ্যে এর অবস্থান দশতম, এবং এটি একটি বিশস্ত ও পেমেন্টপ্রুফ সাইট। যাদের রয়েছে এক লাখেরও বেশি ব্যবহারকারী বা কর্মী, আর এখন পর্যন্ত তারা ৩০ ডলার পেমেন্ট করছেন।




রেজিষ্ট্রেশন করার নিয়ম

আপনি যদি এই সাইটে কাজ করতে চান তাহলে সবার প্রথম রেজিষ্ট্রেশন করতে হবে, আর রেজিষ্ট্রেশন করার জন্য গুগলে azobux লিখে সার্চ করলেই এই সাইট টি পেয়ে যাবেন, অথবা সরাসরি এই লিংকে চলে যান, রেজিষ্ট্রেশন করার জন্য রেজিষ্ট্রেশন ফরমে আপনার নাম ই-মেইল পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা পূরণ করে azobux rules বক্স ঠিক মার্ক দিয়ে REGISTER বাটনে ক্লিক করলে আপনার ই-মেইল এ একটি এক্টিভেট লিংক যাবে সেই লিংকে ক্লিক করে আপনার azobux একাউন্টটি এক্টিভ করতে হবে, যতক্ষণ ইমেল ভেরিফাই না করবেন মানে ইমেই এ আসা লিকংকে ক্লিক না করে একাউন্ট এক্টটিভ না করবেন ততক্ষণ লগ-ইন করতে পারবেন না, বা লগ-ইন হবে না।




কাজ করার নিয়ম



পেমেন্ট পদ্ধতি 



সাপোর্ট ও যোগাযোগ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url