লিংকড-ইন সম্পর্কিত সকল তথ্য! linekdIn
লিংকড-ইন কি? লিংকড-ইনের সঠিক ব্যবহার what is linkedIn
https://blog.10minuteschool.com/20-tips-for-using-linkedin-properly/
আমাদের দেশে যত সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী আছে তাদের মধ্যে খুব কম মানুষই আছে যারা এই লিংকড ইন ব্যবহার করেন অনেকে এটাও জানে না যে লিংকড ইন নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে কারন এটাতে ফেসবুকের মতো ফানি বিষয়াবলি নেই, লিংকডইন হচ্ছে বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট এর অধীনস্থ একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছিলো ২০০২ সালের ডিসেম্বরে আর আনুষ্ঠানিক ভাবে চালু করা হয় ২০০৩ সালে মে মাসে যা প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান হচ্ছেন রেইড হফম্যান আর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন রায়ান রোসলানস্কি,
এই ওয়েবসাইটটি সাধারণ মানুষের চেয়ে পেশাজীবীরাই বেশি ব্যবহার করে থাকে। এই সোশ্যাল সাইট টি অন্য আরো ১০ টা সোশ্যাল সাইটের থেকে আলাদা, এটি বিশ্বের সর্ববৃহৎ পেশাদারদের কমিউনিটি মাধ্যেম, কোনো এক জরিপে দেখা গেছে, বর্তমানে কর্পোরেট জগতে ৭৯% নিয়োগকর্তা চাকরি প্রার্থীর যোগ্যতা যাচাইয়ে লিংকডইনের সহায়তা নেন, কারণ একজন কর্মীর সবগুলো পেশাগত দক্ষতা সম্পর্কে জানতে লিংকডইনের কোন তুলনা নেই এজন্যই বিশ্বজুড়ে ৫০ কোটিরও বেশি মানুষ লিংকডইন ব্যবহার করে চলেছেন ক্যারিয়ারের অগ্রযাত্রাকে মসৃণ করে তুলতে।