ব্লগার টেম্পলেট ডাউনলোড করার ওয়েবসাইট blogger template
একটি ব্লগের প্রথম পরিচয় হচ্ছে ডোমেইন নেম, যে নামে আপনার ব্লগকে লোকে চিনবে। তারপরেই আসছে থিম বা টেমপ্লেট৷ একটি ব্লগ সাইট কে সুন্দর করে ফুটিয়ে তুলতে সবথেকে বড় অবদান রাখে একটি ব্লগার টেম্পলেট। আপনার ব্লগটা যত বেশি সুন্দর দেখাবে তত বেশি জনপ্রিয়তা বাড়বে।
একটি ব্লগার টেম্পলেট এর দাম ২ ডলার থেকে শুরু করে ৩০ ডলার পর্যন্ত হয়ে থাকে। তবে নতুন ব্লগারদের জন্য টেম্পলেট কেনা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার তাই আজকে আমি কিছু ওয়েবসাইট শেয়ার করছি যেখান থেকে আপনারা একদম বিনামূল্যে যেকোনো ডিজাইনের ব্লগার টেম্পলেট ডাউনলোড করতে পারবেন।
আমাদের অনুসন্ধান অনুযায়ী বর্তমানে সব থেকে সেরা ও জনপ্রিয় ব্লগার টেম্পলেট ড্রিস্টিভিউটকারী সংস্থা হচ্ছে এই gooyaabi template ওয়েবসাইট টি, এখানে নিউজ, ম্যাগাজিন, প্রোটফোলিও, ব্যাক্তিগত ব্লগ সহ সব ধরনের ব্লগার টেম্পলেট পাবেন এবং খুব সহজেই সেটা ডাউনলোড করে আপনার ব্লগে ব্যবহার করতে পারবেন।