কম মেগাবাইটের সেরা স্কিন রেকর্ডার Eye Lite Screen Recorder
অ্যান্ড্রয়েড ফোন দিয়ে মোবাইলের স্কিন রেকর্ড করার ভালো ও সেরা অনেক অ্যাপস আছে, যার রিভিউ ইতিমধ্যে আমরা আমাদের এই ওয়েবসাইটে করে দিয়েছি অনেক আগেই, তবে আজকে আরো একটি স্কিন রেকর্ডার অ্যাপসের রিভিউ করছি যেটা অন্য আরো ১০ টা অ্যাপসের থেকে আলাদা, যাদের মোবাইলে র্যাম কম mobizen বা AZ screen record দিয়ে স্কিন রেকর্ড করলে মোবাইল হ্যাং এবং স্লো কাজ করে তাদের জন্য এটি অ্যাপসটি সব থেকে ভালো একটি অ্যাপস
এই অ্যাপসটির নাম Eye Lite Screen Recorder মাত্র ৩.৫ মেগাবাইটের এই অ্যাপসটি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছে চলতি বছরের জুন মাসের ২২ তারিখে, মাত্র ৫ মাসের মধ্যেই এটি ডাউনলোড হয়েছে ৫ হাজার বারের বেশি।
অ্যাপস ফিচার সমূহ
এই অ্যাপসের সব থেকে বড় সুবিধা হছে এখানে কোনো বিজ্ঞাপনের ঝামেলা নেই।
আপনার ফোনের স্পেসিফিকেশন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সেটিংস কাস্টমাইজ হয়ে যাবে।
স্কিন রেকর্ড করা অবস্থায় মোবাইলের কোথাও কোনো আইকন শো করবে না।
এটি আপনাকে কোনো ল্যাগ বা বাফার না দিয়েই স্ক্রিন রেকর্ড করতে সাহায্য করবে।
আপনি চাইলে সাউন্ড বন্ধ করে কোনো শব্দ ছাড়াই স্ক্রীন রেকর্ড করতে পারবেন।
কোনও বিরক্তিকর ভাসমান বুদবুদ ছাড়াই ব্যাকগ্রাউন্ডে মসৃণভাবে চলে।
আপনি যখনই এবং যেখানেই চান রেকর্ডিং pause করতে ও বন্ধ করতে পারবেন।
এছাড়াও আরো বেশ কিছু ফিচার রয়েছে যা আপনি নিজে এই অ্যাপসটি ব্যবহার করলেই বুঝতে পারবেন।