গিফ ইমেজ বানানোর ওয়েবসাইট gif maker website
GIF এর পূর্ণরূপ হচ্ছে Graphics Interchange Format অর্থাৎ গ্রাফিক্স বিনিময় বিন্যাস, এটি বিটম্যাপ বা র্যাস্টার গ্রাফিক্স ইমেজ ফরম্যাট, গিফ ইমেজ ১৯৮৭ সালে আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী নেতৃত্বে স্টিভ Wilhite আবিষ্কার করেছিলেন বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই গিফ ইমেজ ব্যাপকভাবে ব্যাবহৃত হচ্ছে। রঙীন ছবির জন্য GIF এর সীমাবদ্ধতা হলো এতে সীমিত সংখ্যক কালার ব্যবহার করা যায়, মাত্র ২৫৬ টি কালার। তবে GIF এ ট্রান্সপারেন্সি এবং এনিমেশন এর কাজ করা যায়। আপনি যদি অল্পসংখ্যক কালার নিয়ে কাজ করতে চান তাহলে ছোট ফাইল এর ফরমেটগুলোর মধ্যে Jpg এর তুলনায় GIF বেস্ট ফরমেট হবে।
মূলত GIF ফরম্যাট ব্যবহার করা হয় ভিডিও ইমেজ তৈরি করার জন্য, মোবাইল ও কম্পিউটার দিয়ে এই GIF ইমেজ বানানোর জন্য আলাদা আলাদা অ্যাপস রয়েছে তবে আপনি যদি কোনো সফটওয়্যার ব্যববহার করা ছাড়াই GIF ইমেজ বানাতে চান তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো GIF ইমেজ বানানোর সেরা ও জনপ্রিয় ৩ টি ওয়েবসাইট, আপনি যদি গিফ ইমেজ তৈরি করা শিখতে চান তাহলে এই ওয়েবসাইট গুলোর সাহায্য খুব সহজেই সেটা করতে পারবেন।