Gplinks থেকে ইনকাম করার উপায়! bangla tutorial

Gplinks হচ্ছে একটি লিংক শর্টনার সাইট বিভিন্ন লিংক এই সাইটের মাধ্যমে শর্ট করে সেই লিংক বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে ওই লিংকে যতবেশি ক্লিক আসবে তত বেশি ইনকাম হবে। শুরুতে যার নাম ছিলো GPmojo যা পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয়েছে Gplinks এটি একটি ইন্ডিয়ান সাইট যা চালু হয়েছে ২০১৮ সালের অক্টোবর মাসে, এই সাইটের বয়স মাত্র তিন বছর হলেও এরা খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে, যার অন্যতম কারন হচ্ছে, এদের CPC রেট অন্য আরো ১০ টা লিংক শর্টনার সাইটের থেকে বেশি এবং এরা খুব দ্রুত প্রেমেন্ট করে।


এদের CPC রেট হচ্ছে প্রতি ১ হাজার ক্লিকের জন্য সর্বোচ্চ ১০ ডলার এবং সর্বনিম্ন ৪ ডলার, আর রেফারেন্স কমিশন হচ্ছে ১০% মানে আপনার রেফার করা লিংকের মাধ্যমে কেউ যদি Gplinks এ জয়েন করে কাজ করে তাহলে সারা জীবন তার ইনকামের ১০ ভাগের এক ভাগ আপনাকে দেওয়া হবে।



রেজিষ্ট্রেশন করার নিয়ম

এই সাইটে রেজিষ্ট্রেশন করা একদম সহজ গুগলে গিয়ে সার্চ করুন Gplinks অথবা সরাসরি এই লিংকে গিয়ে আপনার ইউজারনেম, ই-মেইল পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা পূরন করে Register বাটনে ক্লিক করলেই একাউন্ট হয়ে যাবে।



কাজ করার নিয়ম

রেজিষ্ট্রেশন করার পর আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করার পর সরাসরি আপনার ড্যাসবোর্ডে চলে যাবে সেখান থেকে Your URL Here এ আপনার লিংকটি পেস্ট করে shorten এ ক্লিক করলেই নতুন একটি লিংক আসবে এবার আপনার কাজ হচ্ছে সেই লিংক টা বিভিন্ন জায়গায় শেয়ার করা।



প্রেমেন্ট পদ্ধতি

এই URL শর্টনার সাইট টির সেরা বিষয়বস্তুর মধ্যে অন্যতম হচ্ছে তারা সপ্তাহে ৭ দিন এবং মাসে ৩০ দিন প্রেমেন্ট করে, আপনার একাউন্টে ৫ ডলার হলেই উইদ্রো দিতে পারবেন আর উইদ্রো দেওয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে।


GPlinks এ একাধিক অর্থ প্রদানের মাধ্যেম রয়েছে যার মাধ্যমে বিশ্বব্যাপির জন্য PayPal, Skrill, Bitcoin, এবং Wire Transfer ইন্ডিয়ার জন্য Paytm, UPI, Bank Transfer পাকিস্তানের জন্য Easy Paisa, JazzCash আর বাংলাদেশের জন্য bKash সো আপনি বিশ্বের যে কোনও জায়গা থেকে খুব সহজেই আপনার উপার্জন করা অর্থ তুলতে পারবেন।


আমরা যারা বাংলাদেশি আছি এবং অনলাইনে নতুন কাজ শিখছেন বা করছেন তারা সব সময় চায় বিকাশের মাধ্যেমে টাকা তুলতে তো তাদের জন্য  এটি খুবই উপযোগী একটি সাইট, এখানে কাজ করে খুব সহজেই বিকাশের মাধ্যমে টাকা তুলতে পারবেন।


sponsored by Fan Fact

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url