ইউটিউব ও ওয়েবসাইটের কিওয়ার্ড রিচার্স টুলস keyword tools
যারা ইউটিউব ও ওয়েবসাইটের জন্য কনটেন্ট ক্রিয়েট করে থাকেন তারা নিশ্চয় জানেন যে একটি কনটেন্ট এর কিওয়ার্ড কতটা গুরুত্বপূর্ণ তাই আজকে আপনাদের জন্য আমি একটি উপায় শেয়ার করছি যার সাহায্য খুব সহজেই আপনার কনটেন্ট এর জন্য কিওয়ার্ড রিচার্স করতে পারবেন।
এই ওয়েবসাইট টি চালু হয়েছে ২০১৬ সালের অক্টোবর মাসে বর্তমানের এই সাইটের গ্লোবাল র্যাংকিং হচ্ছে ৬২৫৬ তম যা গত তিনমাস আগে ছিলো ২০ হাজারের বেশি মানে গত তিন মাসে প্রায় ১৫ হাজার সাইট কে পিছনে ফেলে সামনে এগিয়ে গেছে এই কিওয়ার্ড রিচার্স টুলস টি।
ভারত বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের মানুষ তাদের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড রিচার্স করার জন্য এই ওয়েবসাইট টি ব্যবহার করেন, আপনার যদি একটি ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকে তাহলে এই সাইটের মাধ্যমে খুব সহজেই কিওয়ার্ড রিচার্স করতে পারবেন।
ওয়েবসাইটের নাম rapid tags আপনি এই সাইটে গিয়ে আপনার যে কিওয়ার্ড টি টাইপ করে ইন্টার করলে আপনার সেই কিওয়ার্ড অনুযায়ী আরো ১৫-২০ টা কিওয়ার্ড সাজেস্ট করবে।