Probux থেকে ইনকাম করার উপায়! bangla tutorial
Probux হচ্ছে একটি পিটিসি সাইট যেখানে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার এর সাহায্যে বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এই সাইটটি চালু হয়েছে ২০১৮ সালের অক্টোবর মাসে, বর্তমান এই সাইটের গ্লোবাল র্যাংকিং হচ্ছে ২৬৮৪৬ তম আর ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে ৮ লক্ষ+ যার মধ্যে সব থেকে বেশি ব্যবহারকারী হচ্ছে শ্রীলংকা এবং পাকিস্তানের। ওয়েবসাইট বিশ্লেষণকারী পরিষেবা ফক্সি রেটিং এর তথ্য মতে এটি একটি লেজিট বা প্রেমেন্ট প্রুফ সাইট যারা গত ৩ বছর ধরে তাদের কর্মী বা ব্যবহারকারীদের প্রেমেন্ট করে আসছেন এবং আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে এই সাইটের সম্পর্কেও অসংখ্য প্রেমেন্ট প্রুফ ভিডিও দেখতে পারবেন।
রেজিষ্ট্রেশন করার নিয়ম
অন্যান্য সাইটের মতো এই সাইটেও রেজিষ্ট্রেশন করা একদম সহজ আপনি সরাসরি এই লিংকে গিয়ে আপনার নাম ইউজারনেম, ই-মেইল, পাসওয়ার্ড, জন্ম সাল এবং রেফার কোড দিয়ে (না দিলেও হবে) ক্যাপচা কোড বসিয়ে i agree টিক মার্ক দিয়ে Register বাটনে ক্লিক করলেই রেজিষ্ট্রেশন করা হয়ে যাবে।
কাজ করার নিয়ম
এই সাইটের প্রধান কাজ হচ্ছে বিজ্ঞাপনে ক্লিক করা, রেজিষ্ট্রেশন করা সম্পূর্ণ হলে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করলে সরাসরি আপনার ড্যাসবোর্ডে চলে যাবে যেখানে probux সম্পর্কে সমস্ত তথ্য দেখতে পাবেন। প্রতিটা সাইটের মতো এই সাইটের নিজস্ব কিছু নীতিমালা রয়েছে সেগুলো আপনারা নিজ দ্বায়িত্বে পড়ে নিবেন, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি এই সাইটে কি কাজ করবেন এবং কিভাবে করবেন। এখানে ৫ টি মাধ্যমে ইনকাম করতে পারবেন।
view ads হচ্ছে এই সাইটের মূল কাজ সেখান ১৫-২০ টা এডস থাকবে প্রতিটা বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে ০.০০২$+ ইনকাম হবে। প্রথম অবস্থায় ১৫-২০ টা বিজ্ঞাপন আসবে তবে পরবর্তীতে যত দিন যাবে তত বেশি বিজ্ঞাপন আসবে এবং আপনার ইনকাম ও তত বেশি হবে।
ProGrid এটা অনেকটাই লটারির মতো, progrid এ ক্লিক করার পর আপনার সামনে একটি ইমেজ আসবে, আপনাকে সেই ইমেজ বা ছবির যেকোনো জায়গায় ক্লিক করতে হবে, ক্লিক করার পর আপনার সামনে একটি স্পনসরের সাইট খুলবে যেখানে আপনাকে ৫ সেকেন্ড অপেক্ষা করতে হবে, এই সময় পেরিয়ে যাওয়ার পর আপনি জানতে পারবেন আপনি বিজয়ী হয়েছেন কিনা আপনার ভাগ্য ভালো থাকলে এখান থেকে সর্বোচ্চ ৫ ডলার পর্যন্ত জিতে নিতে পারবেন যা সরাসরি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সে যায় যুক্ত হয়ে যাবে।
Surveys অনলাইন সার্ভে করে ইনকাম করার অনেক সাইট আছে আপনারা যারা সার্ভে কাজ করে ইনকাম করেন তারা এই সাইটেও কাজ করতে পারেন, আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য বলছি আপনি যদি প্রতিদিন ৩-৪ টা সার্ভে করেন তাহলে বিজ্ঞাপনে ক্লিক করার চেয়ে খুব ভালো পরিমান ইনকাম করতে পারবেন, আর হ্যাঁ যদি অনলাইন সার্ভে সম্পর্কে কিছুই না জেনে থাকেন তাহলে গুগল করতে পারেন খুব সহজেই চেনে যাবেন।
Offers এই অপশনেও কিছু বিজ্ঞাপন আসবে যেগুলোতে ক্লিক করার মাধ্যমে ইনকাম করতে পারবেন, আপনার
Reffar রেফার করে ইনকাম করার পদ্ধতি টা সব সাইটেই থাকে তাই এই সম্পর্কে আর বিস্তারিত কিছু বললাম না, এই সাইটে রেফার কমিশন হচ্ছে ১০%
প্রেমেন্ট পদ্ধতি
এই minimum cashout হচ্ছে ৫ ডলার আপনি এই সাইটে কাজ করার পর যখন আপনার একাউন্টে ৫ ডলার পূর্ণ হবে তখন আপনি Airtm, Payeer, Perfect money অথবা bitcoin wallet এর মাধ্যমে টাকা তুলতে বা উইদ্রো দিতে পারবেন। এছাড়া আপনি চাইলে এখানে ডলার জমিয়ে রাখতে পারেন ১০০-১৫০ ডলার বা তারও বেশি, পরবর্তীতে যখন খুশি উইদ্রো দিতে পারবেন।
সাপোর্ট ও যোগাযোগ
এই সাইটের কতৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার মত কোনো ব্যবস্তা এখনো পর্যন্ত চালু হয়নি তাদের কোনো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নেই, এমনকি কোনো ব্যবহারকারী চাইলেই probux এর কতৃপক্ষের সাথে ব্যাক্তিগত ভাবে যোগাযোগ করতে পারবেন না।
তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য তারা Frequently Asked Questions এবং Terms of Service নামের ২ টি পেজ খুলে রেখেছেন, তাদের বক্তব্য অনুযায়ী এই সাইটের সকল নিয়ম কানুন নীতিমালা এবং probux সম্পর্কে একজন সাধারন ব্যবাহারকারীর যা যা জানা দরকার বা প্রোয়জন সবকিছু এখানে দেওয়া আছে।
তারপরও যদি কোনো ব্যবহারকারী এই সাইটে কাজ করতে কোনো সমস্যাবোদ করেন তাহলে তাদের support পেজে গিয়ে আপনার প্রশ্ন বা অভিযোগ জমা দিতে পারবেন যার উত্তর পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন।