অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কিত সকল তথ্য

নিজের কোম্পানি বা সংস্থা ছাড়া অন্য প্রতিষ্ঠানের প্রোডাক্ট কিংবা সার্ভিস কমিশনের বিনিময়ে প্রোমোট ও বিক্রির মাধ্যেম কে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে একজন সেলার অথবা প্রোডাক্ট এর উৎপাদনকারী প্রথমে একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম তৈরী করেন। এরপর তিনি তার প্রোডাক্ট প্রোমোট করার উদ্দেশ্যে অ্যাফিলিয়েট মার্কেটারকে ইউনিক লিংক প্রদান করেন। এই ইউনিক লিংক ব্যবহার করে প্রতি অ্যাফিলিয়েট মার্কেটার থেকে আসা সেলকে খুব সহজেই গণনা করা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং করে হাজার হাজার টাকা ইনকাম করছেন বাংলাদেশ সহ বিশ্বের সকল ফ্রিল্যান্সার, 





কত টাকা ইনকাম করা যাবে

অ্যাফিলিয়েট মার্কেটিং করে কত টাকা ইনকাম করা যায়, এই প্রশ্নের সঠিক উত্তর কেউই দিতে পারবে না কারন অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকামের কোনো নির্ধারিত সংখ্যা নেই, আপনার প্রোমোট করা পোডাক্ট যত বেশি বিক্রি হবে আপনার ইনকামও তত বেশি হবে। যেমন আমি গত এক মাসে ১০-১২ টি পোডাক্ট প্রোমোট করেছি তার মধ্যে দুইটি প্রোডাক্ট সেল হয়েছে যার মাধ্যমে আমার ৩৫০ টাকা ইনকাম হয়েছে।




কিভাবে ও কোথায় শিখবেন

অ্যাফিলিয়েট মার্কেটিং শেখার অনেক কোর্স আছে তবে আমার সাজেশন হচ্ছে আপনি টাকা খরচ না করে ইউটিউব থেকে খুব সহজেই সেটা শিখতে পারবেন, আমার জানামতে অনেক অ্যাফিলিয়েট মার্কেটার আছেন তারা তাদের ইউটিউব চ্যানেলে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কিত সকল বিষয়াবলী শেয়ার করে থাকেন, তাদের মধ্যে একজন হচ্ছে lajuk hasan উনি বেশ কয়েক বছর ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন ওনার নিজেরও অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোর্স আছে এবং তিনি তার ইউটিউব চ্যানেলেও অ্যাফিলিয়েট মার্কেটিং শেখার বিভিন্ন ভিডিও আপলোড করে থাকেন lajuk hasan এর ইউটিউব চ্যানেলের নাম



কোথায় কাজ করবেন


Amazon

অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে অ্যামাজন এখানে আপনি বিভিন্ন পোশাক, কিচেন সামগ্রী,  টেক গ্যাজেট, বই, ডিজিটাল পোডাক্ট ফিজিক্যাল পোডাক্ট সহ আমাদের দৈনন্দিন জীবনের সকল পণ্য বা প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন এবং এই সাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে খুব ভালো পরিমান ইনকাম করতে পারবেন। 



Ali express

আলি এক্সপ্রেস হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর ই-কমার্স প্রতিষ্ঠান এর সদর দপ্তর হচ্ছে চায়না বা চীনে, আমাদের বাংলাদেশীদের  অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য সবচেয়ে ভালো একটি ওয়েবসাইট হচ্ছে Ali express এছাড়াও আরো বেশকিছু অ্যাফিলিয়েট নেটওয়ার্ক রয়েছে যেমন


  • Shareasale
  • Nutriprofits
  • Jvjoo
  • Click bank
  • Daraz
  • Bdshop
  • Sohoj affiliate



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url