মোবাইল দিয়ে কিউআর কোড তৈরি করার জন্য অনেক অ্যাপস আছে আপনি যদি গুগল প্লেষ্টোরে QR Code ganarate লিখে সার্চ করেন তাহলে অসংখ্য অ্যাপস পাবেন তবে আমি যে অ্যাপসটি শেয়ার করছি এটি খুবই ভালো ও জনপ্রিয় একটি অ্যাপস যা দিয়ে খুব সহজেই আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার সহ যেকোনো যেকোনো বিষয়াবলীর QR Code বানাতে পারবেন।
এই অ্যাপসটি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিলো ২০১২ সালের জানুয়ারী মাসের ১৩ তারিখে আর সর্বশেষ আপডেট করা হয়েছে ২০২১ সালের ডিসেম্বর মাসের ২৪ তারিখে বর্তমানে যার বার্সন হচ্ছে ১.৩.৪৫ মাত্র ৭ মেগাবাইটের এই অ্যাপসটি গুগল প্লেষ্টোরে থেকে১০ লাখের বেশিবার ডাউনলোড করা হয়েছে এবং ১০ হাজারের বেশি মানুস র্যাটিং দিয়েছেন।
অ্যাপসটি ইন্সটল করে ওপেন করার পর নিচের ছবির মতো আসবে যেখান থেকে আপনি নাম, ঠিকানা, ইমেল ইউআরএল মোবাইল নাম্বার ও ওয়েবসাইট এর কিউআর কোড বানতে পারবেন।
1 Comments
New idea
ReplyDelete