মোবাইল দিয়ে HTML শেখার উপায়! html leaning apps

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর মৌলিক বিষয় হচ্ছে HTML আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হতে চান তাহলে অনেক কোডিং ও প্রোগ্রামিং শিখতে হবে আর সবার আগে যেটা শিখতে হবে সেটা হচ্ছে এই HTML, প্রোগ্রামিং শেখার জন্য যদিও কম্পিউটার বা ল্যাপটপের দরকার তবে আপনি চাইলে মোবাইল দিয়ে শুরু করতে পারেন। আর মোবাইল দিয়ে HTML কিভাবে শেখা যায় তাই জানবো আজকের এই টিউটোরিয়াল। বিভিন্ন অ্যাপসের সাহায্য মোবাইল দিয়ে HTML শেখা যায় আজ আপনাদের সাথে শেয়ার করবো এমনি কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস যেগুলোর সাহায্য আপনি খুব সহজেই HTML শিখতে পারবেন







Learn HTML


মোবাইল দিয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় খুব সহজে HTML শেখার খুবই জনপ্রিয় একটি অ্যাপস হচ্ছে এই Learn HTML এটি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিলো ২০১৫ সালের জুলাই মাসে আর সর্বশেষ আপডেট করা হয়েছে ২০২১ সালের মে মাসে বর্তমানে এই অ্যাপসের রয়েছে এক লাখেরও বেশি ব্যবহারকারী। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে এই অ্যাপটি আপনার জন্য, যার মাধ্যমে কোনো প্রকার নোটপ্যাড ছাড়াই HTML শিখতে শুরুতে যে শব্দগুলি ভালভাবে জানা দরকার যেমন এলিমেন্ট, ট্যাগ, অ্যাট্রিবিউট থেকে শুরু করে সকল প্রাথমিক বিষয়াবলি বুঝতে ও জানতে পারবেন।









HTML Code play


HTML সম্পর্কে যদি আপনার প্রাথমিক জ্ঞান থেকে থাকে মানে আপনি যদি ইতি পুর্বে HTML নিয়ে ঘাটাঘাটি করে থাকেন তাহলে উপরের অ্যাপসের সময় নষ্ট করার দরকার নেই আপনি সরাসরি এই অ্যাপস টি ব্যবহার করুন বা এটা দিয়ে HTML চর্চা করুন, এই অ্যাপসটি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিলো ২০১৬ সালের জানুয়ারি মাসে আর সর্বশেষ আপডেট করা হয়েছে চলতি বছরের অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি মাসে, গুগল প্লেষ্টোরে থেকে ৫ লাখেরও বেশি ডাউনলোড করা  মাত্র ৯ মেগাবাইটের এই অ্যাপসটি দিয়ে আপনি HTML এর পাশাপাশি অন্যান্য কোডিং গুলোও শিখতে পারবেন,



Html viewer and editor

সবশেষে একটি Html viewer and editor শেয়ার করি, যেখানে HTML ভিউ এবং ইডিট বা প্র্যাকটিস করতে পারবে, এই নোটপ্যাড টি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিলো ২০১৪ সালের আগস্ট মাসে আর সর্বশেষ আপডেট করা হয়েছে ২০১৭ সালের মার্চ মাসে, HTML চর্চা করার সময় মাত্র ২ মেগাবাইটের এই অ্যাপসটি আপনার অবশ্যই কাজে আসবে।

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown March 15, 2022 at 8:23 PM

    Good post

Add Comment
comment url