নতুন অ্যান্ড্রয়েড ফোন ২০২২ new android phone

সম্প্রতি বাংলাদেশে অফিসিয়াল ভাবে স্যামসাং, শাওমি, টেকনো, রিয়েলমি, ওপো এবং আইটেল এর বেশ কিছু নতুন মোবাইল রিলিজ হয়েছে, আপনি যদি নতুন ফোন কেনার অপেক্ষায় থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য যেখানে আমি শেয়ার করতে যাচ্ছি গত মার্চ মাসে রিলিজ হওয়া ৭ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা বাজেটের নতুন কিছু অ্যান্ড্রয়েড মোবাইল। 


Realme C31

বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যান্ড হচ্ছে রিয়েলমি আর এই ব্যান্ডের Realme C31 মডেলের এই ফোনটি বাংলাদেশে রিলিজ হয়েছে গত মার্চ মাসের ৩১ তারিখে, মাত্র ১২৯৯০ টাকা দামের এই ফোনটির দুটি কালার সিলবার এবং গ্রীন, ফিঙ্গার প্রিন্ট ও ফেস আনলক ফিচার রয়েছে।




অপারেটিং সিস্টেমঃ অ্যান্ডুয়েড ১১

বডি উপাদানঃ গড়িলা গ্লাস ও প্লাস্টিক বডি

বডি ওয়েটঃ ১৭০ গ্রাম

ডিসপ্লে সাইজঃ ৬.৫ ইঞ্চি

ডিসপ্লে রেজুলেশনঃ ৭২০x১৬০০ পিক্সেল 

ব্যাটারিঃ ৫০০০ এম এইচ

র‌্যামঃ ৪ জিবি

রমঃ ৬৪ জিবি

ফন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল 

ব্যাক ক্যামেরাঃ ১৩+২+০.৩ মেগাপিক্সেল



Tecno Spark 8C

এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে রিলিজ হয়েছে ২০২২ সালের মার্চ মাসে এই ফোনটির দুটি পার্ট রয়েছে, ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম এর দাম ১১,৯৯৯ টাকা আর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম এর দাম ১২,৯৯৯ টাকা, কালো, বেগুনি ও গ্রে কালার সহ মোট ৪ কালারের এই ফোনটিতে সাইটে ফিঙ্গার প্রিন্ট ও ফেস আনলক ফিচার রয়েছে।




অপারেটিং সিস্টেমঃ অ্যান্ডুয়েড ১১

বডি উপাদানঃ গড়িলা গ্লাস ও প্লাস্টিক বডি

বডি ওয়েটঃ ১৮৫ গ্রাম

ডিসপ্লে সাইজঃ ৬.৬ ইঞ্চি

ডিসপ্লে রেজুলেশনঃ ১৬১২x৭২০ পিক্সেল 

ব্যাটারিঃ ৫০০০ এম এইচ

র‌্যামঃ ৩-৪ জিবি

রম ৩২-৬৪ জিবি

ফন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল 

ব্যাক ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল



Samsung Galaxy A13

এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে রিলিজ হয়েছে ২০২২ সালের মার্চ মাসের ২৩ তারিখে, এই ফোনটির দুটি পার্ট রয়েছে, ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম এর দাম ১৬,৯৯৯ টাকা আর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম এর দাম ১৯,৯৯৯ টাকা, সাদা, কালো নীল ও কফি কালার সহ মোট ৪ কালারের এই ফোনটিতে সাইটে ফিঙ্গার প্রিন্ট ও ফেস আনলক ফিচার রয়েছে।



অপারেটিং সিস্টেমঃ অ্যান্ডুয়েড ১২

বডি উপাদানঃ গড়িলা গ্লাস ও প্লাস্টিক বডি

বডি ওয়েটঃ ১৯৫ গ্রাম

ডিসপ্লে সাইজঃ ৬.৬ ইঞ্চি

ডিসপ্লে রেজুলেশনঃ ১০৮০x২৪০৮ পিক্সেল 

ব্যাটারিঃ ৫০০০ এম এইচ

র‌্যামঃ ৪-৬ জিবি

রম ৬৪-১২৮ জিবি

ফন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল 

ব্যাক ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল



Xiaomi Redmi Note 11s
এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে রিলিজ হয়েছে ২০২২ সালের মার্চ মাসে এই ফোনটির দুটি পার্ট রয়েছে, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম এর দাম ২৭,৯৯৯ টাকা আর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম এর দাম ২৯,৯৯৯ টাকা, কালো, বেগুনি ও গ্রে কালার সহ মোট ৪ কালারের এই ফোনটিতে সাইটে ফিঙ্গার প্রিন্ট ও ফেস আনলক ফিচার রয়েছে।




অপারেটিং সিস্টেমঃ অ্যান্ডুয়েড ১১

বডি উপাদানঃ গড়িলা গ্লাস ও প্লাস্টিক বডি

বডি ওয়েটঃ ১৭৯ গ্রাম

ডিসপ্লে সাইজঃ ৬.৪৩ ইঞ্চি

ডিসপ্লে রেজুলেশনঃ ১০৮০x২৪০০ পিক্সেল 

ব্যাটারিঃ ৫০০০ এম এইচ

র‌্যামঃ ৬-৮ জিবি

রম ১২৮ জিবি

ফন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল 

ব্যাক ক্যামেরাঃ ১০৮+৮+২+২ মেগাপিক্সেল


itel A49

যাদের বাজেট কম তাদের জন্য এই ফোনটিনহতে প্রথম পছন্দ, মাত্র ৭৩৯০ টাকা দামের এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে রিলিজ হয়েছে ২০২২ সালের মার্চ মাসে, আকাশী ও কালো কালারের এই ফোনটির দাম কম হলেও ফিঙ্গার প্রিন্ট ও ফেস আনলক ফিচার রয়েছে।





অপারেটিং সিস্টেমঃ অ্যান্ডুয়েড ১১

বডি উপাদানঃ গড়িলা গ্লাস ও প্লাস্টিক বডি

বডি ওয়েটঃ ১৭০ গ্রাম

ডিসপ্লে সাইজঃ ৬.৬ ইঞ্চি

ডিসপ্লে রেজুলেশনঃ ৭২০x১৬০০ পিক্সেল 

ব্যাটারিঃ ৪০০০ এম এইচ

র‌্যামঃ ২ জিবি

রম ৩২ জিবি

ফন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল 

ব্যাক ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল


Next Post Previous Post
1 Comments
  • MD.Tanvir Rana
    MD.Tanvir Rana June 23, 2022 at 4:42 PM

    অসাধারণ একটা পোষ্ট

Add Comment
comment url