টিকটকের নতুন ফিচার লাইভ সাবস্ক্রিপশন
টিকটক খুবই জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া, টিকটক সেলিব্রিটি হয়ে স্পন্সরশিপ বা বিজ্ঞাপনী চুক্তি ছাড়া টিকটক থেকে সরাসরি আয়ের কোনো পদ্ধতি ছিলোনা। তবে এ মাসের শুরুতেই টিকটক থেকে ঘোষণা এসেছিলো যোগ্য কন্টেন্ট নির্মাতাদের বিজ্ঞাপনী আয়ের ভাগ দেওয়া হবে, মানে ইউটিউব এবং ফেসবুকের মতো এখন টিকটক থেকেও ইনকাম করা যাবে।
সম্প্রতি গতকাল ২৬ মে টিকটকের লাইভ সাবস্ক্রিপশন নামের একটি নতুন ফিচার বা সেবা চালু হয়েছে যার মাধ্যমে যারা টিকটক সেলিব্রিটি আছেন তারা টিকটক থেকে ইনকাম করতে পারবেন। টিকটকের ব্যাখ্যামূলক ভিডিও বলছে, লাইভস্ট্রিম চ্যাটে কাস্টম স্টিকার সাবস্ক্রাইবার অনলি চ্যাট দর্শক টানবে বলে ধারণা করছে প্ল্যাটফর্মটি। পাশাপাশি, নির্মাতারা ভিডিওতে ‘অনুমানযোগ্য মাসিক আয়’ নিয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করবে।
টিকটকের ঘোষণা অনুযায়ী, একটি গ্রাহক সেবা প্যাকেজ কিনতে ব্যবহারকারীর বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে। এ ছাড়া, এক হাজার অনুসারী থাকা নির্মাতারাই কেবল গ্রাহক সেবার আওতায় পড়বেন। তবে, নতুন সেবাটি আপাতত ‘ইনভাইট অনলি’ বা ‘আমন্ত্রণের’ ভিত্তিতে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে টিকটক। তবে কনটেন্ট নির্মাতাদের এই গ্রাহক সেবাভিত্তিক আয় থেকে ভাগ নেবে কি না, সে বিষয়ে কিছু জানায় নি টিকটক।
সুন্দর পোষ্ট