বাংলালিংকের নতুন অফার! মাত্র ৩৭ টাকায় ৫৫ মিনিট

এখন বাংলালিংক দিচ্ছে মাত্র ৩৭ টাকায় ৫৫ মিনিট টকটাইম, মেয়াদ ৪ দিন অফারটি নিতে ৩৭ টাকা রিচার্জ করুন অথবা আপনার ব্যালেন্সে ৩৭ টাকার বেশি রেখে ডায়াল করুন *১২১*১০০# আর টকটামই ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*২#





অফারের নীতিমালা সমূহঃ

ক্যাম্পেইন চলাকালীন সমস্ত প্রিপেইড ব্যবহারকারী  এই অফারটি নিতে পারবেন। 


দিনের যেকোনো সময় যেকোনো লোকাল নাম্বারে এই টকটাইট ব্যবহার করে কথা বলতে পারবেন।


 প্যাকটি কেনার জন্য ৩৭ টাকা রিচার্জ অথবা *121*100# এবং MyBL অ্যাপের মাধ্যমেও কেনা যাবে


৩৭ টাকা রিচার্জ করার পরে মূল অ্যাকাউন্টে কোনও পরিমাণ টাকা যোগ করা হবে না।


টকটাইমের মিনিট 10 সেকেন্ড পালস হারে চার্জ করা হবে।


বান্ডেলের মেয়াদ শেষ হয়ে গেলে, অব্যবহৃত মিনিট আর ব্যবহার করতে পারবেন না। 


ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা যতবার খুশি অফারটি নিতে পারবেন।



Next Post Previous Post
1 Comments
  • MD.Tanvir Rana
    MD.Tanvir Rana June 23, 2022 at 4:28 PM

    খুব ভালো অফার

Add Comment
comment url