Gem Planet Merge নতুন অ্যান্ড্রয়েড গেম! বাংলা রিভিউ
সম্প্রতি গত এপ্রিল মাসের ৯ তারিখে গুগল প্লেষ্টোরে Gem Planet নামের নতুন একটি গেম রিলিজ হয়েছে, এই গেমটির উন্নয়নকারী সংস্থার নাম হচ্ছে Dodo Ltd.ইতিমধ্যে এই সংস্থা থেকে আরো ৩ টি অ্যাপস তৈরি করা হয়েছে যেগুলো সবগুলোই গুগল প্লেষ্টোরে পাওয়া যাবে।
এই Gem Planet গেমটির স্লোগান হচ্ছে মণি, একত্রীকরণ, এই গেমটি একটি পাজল গেম, গেমটি ওপেন করার পর আপনার সামনে কিছু ছবি আসবে, ছবি গুলোর উপরে একটি উচ্চ মানের কার্ড তৈরি করতে একই মান সহ কার্ডগুলিকে একত্রিত করতে হবে, এভাবেই এই গেমটি খেলতে হয়। এই গেমটিতে একটি অপশন রয়েছে single মানে আপনি একা খেলতে পারবেন।
৬২ মেগাবাইটের এই গেমটি ইতিমধ্যে ১০ লাখের বেশি মানুষ এটিকে ডাউনলোড করেছেন এবং খুব ভালো ভালো রিভিউ দিয়েছেন, বর্তমানে এই গেমটির র্যাটিং পয়েন্ট হচ্ছে ৩+
Download link: click hare
বিনোদনের জন্য দারুণ একটা গেমস