মোবাইল দিয়ে ছবি থেকে লেখা কপি করার উপায়! image to text

আমি অপ্রোয়জনে ফেসবুক ব্যবহার করি না, Picoworkers থেকে প্রতিদিন ৩০০ টাকা ইনকাম করার উপায় এই টিউটোরিয়াল টি ফেসবুকে শেয়ার করতে গিয়ে একটি পোষ্ট আমার নজরে আসলো এবং সেটা পড়ে খুব ভালো লেগেছে ভাবলাম এটা Quora তে দেওয়া দরকার, কিন্তু ফেসবুক থেকে সেই পোষ্ট টা কপি করা যায়না তাই আমি সেই পোষ্টের একটা স্কিনশট নিলাম, এবং সেই ইমেজ এর লেখা গুলো টেক্সট এ কনভার্ট করে আমার নোট প্যাডে রেখে দিলাম, পরবর্তীতে সেটা সম্পাদনা করে লেখকের ক্রেডিট ও তথ্যসূত্র দিয়ে Qoura তে পাবলিশ করে দিবো।


এই কাজটা করতে করতে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে হয়তো এমন অনেকেি আচেন যারা ছবি লেখা কপি করার উপায় জানেন না, একটা সময় ছিলো যখন ছবি থেকে লেখা কপি করার কোনো উপায় ছিলোনা। তবে এখন বর্তমানে এই কাজ টা অনেকটাই সহজ হয়ে গিয়েছে, এমন কি আপনি আপনার মোবাইল দিয়ে কোনো অ্যাপস ব্যবহার করা ছাড়াই যেকোনো ছবি থেকে লেখা কপি করতে পারবেন।


এর জন্য নিচের স্কিনশট টি দেখুন, এই ফিচার টি সব  অ্যান্ড্রয়েড মোবাইলেই আছে, যাদের মোবাইলে এই অপশন টি নেই তারা গুগল প্লেষ্টোরে থেকে Google lens নামের অ্যাপসটি ইনস্টল করে নিবেন।




বিঃ দ্রঃ কপি করা ভালো না, কপি করা থেকে বিরত থাকতে চেষ্টা করবেন, যতটুকু পারেন নিজে লিখুন, নিজের সৃজনশীলতা বৃদ্ধি করুন। যদি কোনো বা কারো লেখা কপি করেন তাহলে অবশ্যই সেই লেখকের ক্রেডিট দিবেন।

Next Post Previous Post
1 Comments
  • MD.Tanvir Rana
    MD.Tanvir Rana June 23, 2022 at 4:31 PM

    খুব দরকারী জিনিস জেননে রাখা ভালো আমাদের সবার

Add Comment
comment url