আপনি যদি গুগলে best ptc site লিখে সার্চ করেন তাহলে সবার প্রথমে neobux ojooo wad অথবা gptplanet এই সাইট গুলো শো করবে, তবে আপনি যদি পিটিসি বা পেইড টু ক্লিক আরেকটু সহজ করে বলতে গেলে বিজ্ঞাপনে ক্লিক করে ইনকাম করতে চান তাহলে আমার সাজেশন হচ্ছে আপনি এই সাইট গুলো তে কাজ করবেন না কারন এখানে খুব বেশি ইনকাম করা যায় না, গুগলো এগুলো কে সাজেস্ট করার কারন হচ্ছে এই সাইট গুলো খুবই পুরোনো বিশ্বস্ত এবং ১০০% পেমেন্ট প্রুফ, তবে সমস্যা একটাই পুরো মাস কাজ করলে আপনি চাইলেও ৪০০-৫০০ টাকার বেশি ইনকাম করতে পারবেন না। আবার এমনও কিছু পিটিসি সাইট আছে যেগুলোতে কাজ করে প্রতিদিন ১০০-১৫০০ টাকা ইনকাম করা যায়, আজকে আমি আপনাদের সাথে এমনি কিছু পিটিসি সাইট শেয়ার করতে যাচ্ছি যেগুলোতে কাজ করে মাস শেষে ২-৩ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
adbtc
আমি সময় পেলেই এই কাজ করি এখানে অনেক এড আছে আপনি চাইলে যতক্ষণ খুশি ততক্ষণ এই সাইটে কাজ করতে পারবেন। আপনি যদি এমন একটা টার্গেট নেন যে প্রতিদিন এখান থকে ২০০-৩০০ টাকা ইনকাম করবেন তাহলে সেটা পারবেন! এর জন্য আপনাকে ১ মাস সময় দিতে হবে, আর এই একমাসে আপনি কমপক্ষে ১০০ জনকে আপনার রেফারে জয়েন করাবেন, এবং আপনি নিয়মিত কাজ করবেন তাহলেই একটা সময় প্রতিদিন ২০০-৩০০ বা তারও বেশি ইনকাম করতে পারবেন।
Coinpayu
কিছুদিন আগে আমি Coinpayu নিয়ে একটি টিউটোরিয়াল দিয়েছিলাম যদিও আমি ওই সাইটে কোনো কাজ করিনি তবে আমার টিউটোরিয়াল দেখে অনেকেই এই সাইটে কাজ করেছে বলে আমাকে জানিয়েছেন, আপনি যদি কোনো কাজের অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে শুধুমাত্র বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে এই সাইট থেকে ইনকাম করতে পারবেন। এই সাইট টি নতুন হলে এখানে অনেক কাজ পাওয়া যায় এবং এনার খুবই সততার সাথে কাজ করেছেন, পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই।
সবশেষে বলতে চাই, যারা এখন পর্যন্ত অনলাইন থেকে ইনকাম করতে পারেন নাই, শুধু মাত্র তাদের জন্যই এই পিটিসি জব যাতে করে এই কাজ করে অনলাইন ইনকাম সম্পর্কে একটা ছোট খাটো অভিজ্ঞতা হয়।
1 Comments
খুব সুন্দর সাইট
ReplyDelete