অনলাইন ইনকাম! picoworkers থেকে প্রতিদিন ৩০০ টাকা!
আজ থেকে প্রায় এক বছর আগে আমি Picoworkers নিয়ে একটি টিউটোরিয়াল পাবলিশ করেছিলাম সেখানে আমি এই সাইটের রেজিষ্ট্রেশন ও কাজ করার নিয়ম সহ আরো অনেক কিছুই আলোচনা করেছিলাম, গত এক বছরে আমার ওই টিউটোরিয়াল দেখে অনেকেই Picoworkers এ রেজিষ্ট্রেশন করেছেন এবং কাজ করছেন, আজকের এই টিউটোরিয়াল টি হচ্ছে তাদের জন্য যারা ইতিমধ্যে Picoworkers এ কাজ করছেন, এখানে আমি কিছু টিপস শেয়ার করবো যেগুলো ফলো করলে Picoworkers এ কাজ করে প্রতিদিন ৩০০ টাকা বা তারও বেশি ইনকাম করতে পারবেন ইতিমধ্যে বেশ কয়েকজন এই টিপস গুলো ফলো করে কাজ করেছেন এবং তাদের গত এক বছরে গড় ইনকাম প্রতিদিন ৩০০ টাকা।
টিপস গুলো শেয়ার করার আগে প্রতিদিন গড়ে ৩০০ টাকা এবং মাসে ১০-১২ হাজার টাকা ইনকাম করছেন এমন কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দেই।
প্রতাপ রায় ইনি Picoworkers এ জয়েন করেছিলেন ২০২১ সালের মার্চ মাসে গত এক বছরে তিনি এখান থেকে ১৪৫০+ ইনকাম করেছেন। তারমানে প্রতিমাসে উনার গড় ইনকাম ১২০ ডলার প্রতিদিন গড় ইনকাম ৪ ডলার, মানে ৩০০ টাকা বেশি উনার প্রতিদিনের গড় ইনকাম এই Picoworkers থেকে। প্রতাপ রায় এর প্রোফাইল দেখুন
শাহরিয়ার ইনি Picoworkers এ জয়েন করেছিলেন ২০২১ সালের এপ্রিল মাসে গত এক বছরে তিনি এখান থেকে ১১৫০+ ডলার বা ১ লাখেরও বেশি টাকা ইনকাম করেছেন। এক বছরে যদি এক লাখ হয় তাহলে প্রতিমাসে গড়ে প্রায় ৩ হাজার আর প্রতিদিন গড়ে ৩০০ টাকা। শাহরিয়ার এর প্রোফাইল দেখুন
মাসুদ শেখ ইনি Picoworkers এ জয়েন করেছিলেন ২০২০ সালের নভেম্বর মাসে গত দের বছরে তিনি এখান থেকে ১৮৫০+ ডলার বা দের লাখেরও বেশি টাকা ইনকাম করেছেন। দের বছরে যদি দের লাখ হয় তাহলে প্রতিমাসে গড়ে প্রায় ৩ হাজার আর প্রতিদিন গড়ে ৩০০ টাকা। মাসুদ শেখ এর প্রোফাইল দেখুন
আশা করছি ইতিমধ্যে আপনারা দেখেছেন ও বুঝতে পেরেছেন যে Picoworkers থেকে সত্যি প্রতিদিন ৩০০ টাকা ইনকাম করা যায় তাহলে চলুন এবার প্রতিদিন ৩০০ টাকা ইনকাম করার টিপস গুলো জেনে নেয়া যাক।
১ ডাবল ডিভাইস
আপনি যদি প্রতিদিন ৩০০ টাকা বা তারও বেশি ইনকাম করতে চান তাহলে আপনাকে কম্পিউটার এবং মোবাইল দুটোই ব্যবহার করতে হবে। কেননা এমন অনেক টাস্ক আছে যেগুলোতে বলা হয় কোনো একটা অ্যাপস ইনস্টল করতে এখন আপনি যদি শুধু কম্পিউটার দিয়ে কাজ করেন তাহলে তো আর সেই কাজ টা করতে পারবেন না।
আবার যদি শুধু মাত্র মোবাইল দিয়ে কাজ করেন তাহলে ২ মিনিটের কাজ করতে সময় লাগবে ৫-৭ মিনিট যেমন একটা কাজ দিলো সেটাতে বলা হলা একটি ভিডিও দেখার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য এখন আপনি যদি মোবাইল দিয়ে এই কাজ করতে ডান তাহলে সময় লাগবে কমপক্ষে ৫ মিনিট, কিন্তু কম্পিউটার দিয়ে করলে সময় লাগবে ২ মিনিট। এর জন্যই আপনি যদি এই পদ্ধতি অর্থাৎ কম্পিউটার ও মোবাইল দুটোই ব্যবহার করেন তাহলে সব ধরনের কাজ করতে পারবেন, এবং আশা করা যায় প্রতিমাসে ১০-১২ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
২ লাইট শট এক্সটেনশন
Picoworkers এ যতগুলো কাজ আছে তার মধ্যে অধিকাংশ কাজের স্কিনশট প্রুফ দিতে হয়, একটা কাজ সম্পুর্ন করার পর স্কিনশট নিয়ে সেটা আপলোড করে সেই স্কিনশট এর লিংক জেনারেট করে প্রুফ দিতে অনেক সময়ের দরকার হয়, এতে করে দেখা যায় কাজ করতে সময় লাগে ২ মিনিট আর সাবমিট করতে ৪-৫ মিনিট চলে যায়, যার ফলে আপনার আগে অন্য কেউ সেই কাজ টা করে সাবমিট করে দিয়েছে। তাই আপনাকে দ্রুত কাজ সাবমিটরকরতে হবে এর জন্য আপনি ক্রোম ব্রাউজারের লাইট শট এক্সটেনশন ব্যবহার করবেন।
৩ রেফার করবেন!
সব শেষে যেই টিপস টি শেয়ার করছি এটি খুবই সহজ ও কার্যকরী একটি টিপস প্রতিদিন ৩০০ টাকা ইনকাম করার জন্য। সেটি হচ্ছে রেফার করা Picoworkers এ রেফার অপশন আছে আপনি যদি আপনার রেফারেল লিংক টি ফেসবুক কোরা এবং বিভিন্ন সাইটে শেয়ার করেন অথবা আপনার বন্ধুদের ইনবক্সে মেসেজ করে বলে তারা যেনো এই সাইটে কাজ করে, আপনার রেফারে যারা জয়েন করবে তারা যে পরিমান কাজ করবে তার ৫% কমিশন বোনাস পাবেন। আপনি যদি আপনার রেফারে মাত্র ১০০ জনকে জয়েন করাতে পারেন এবং তারা যদি মনোযোগ দিয়ে কাজ করে তাহলে শুধু মাত্র রেফার কমিশন পাবেন প্রতিদিন ৩০০ টাকাও বেশি।
সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আপনি যদি এই ৩ টি টিপস ফলো করে কাজ করেন তাহলে ১০০% নিশ্চিত ভাবে আপনি Picoworkers থেকে প্রতিদিন ৩০০ টাকা ইনকাম করতে পারবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত মাইক্রো জবনকি বিষয়েননা জানেন তাহলে এই টিউটোরিয়াল টি দেখতে পারেন, এবং Picoworkers থেকে ইনকাম করার প্রথম টিউটোরিয়াল টিও দেখতে পারেন। আর এই সাইট সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারন।
রিয়েল একটা সাইট🤗
মাশাল্লাহ, ছাত্রদের ফেইসবুক আসক্তি কমাবে।