Sandy Treasures নতুন অ্যান্ড্রয়েড গেম! বাংলা রিভিউ
সম্প্রতি গত এপ্রিল মাসের ১৭ তারিখে গুগল প্লেষ্টোরে Sandy Treasures নামের নতুন একটি গেম রিলিজ হয়েছে, এই গেমটির উন্নয়নকারী সংস্থার নাম হচ্ছে Sexy Eye ইতিমধ্যে এই সংস্থা থেকে আরো ৪ টি অ্যাপস তৈরি করার হয়েছে যেগুলো সবগুলোই গুগল প্লেষ্টোরে পাওয়া যাবে।
এই Sandy Treasures গেমটির স্লোগান হচ্ছে আসুন একসাথে বালিতে সমস্ত ধন খুঁজে বের করি মূলত এই গেমটি একটি পাজল গেম, গেমটি ওপেন করার পর আপনার সামনে কিছু ঘর আসবে এবং সবগুলি ঘরে একটি করে ছবি থাকবে আপনাকে দুটি করে ছবি মেলাতে হবে, এভাবেই এই গেমটি খেলতে হয়। এই গেমটিতে দুটি অপশন রয়েছে single এবং with a friends মানে আপনি একা বা বন্ধুদের সাথে খেলতে পারবেন।
মাত্র ৬ মেগাবাইটের এই গেমটি ইতিমধ্যে ৫ লাখের বেশি মানুষ এটিকে ডাউনলোড করেছেন এবং খুব ভালো ভালো রিভিউ দিয়েছেন, বর্তমানে এই গেমটির র্যাটিং পয়েন্ট হচ্ছে ৪.৭
Download link: Sandy Treasures
Nice game site
অসাধারণ একটা গেমস