আমার আদালত অ্যাপস! বিচার বিভাগের নতুন ডিজিটাল সেবা

সম্প্রতি গত ৯ তারিখে গুগল প্লেষ্টোরে আমার আদালত নামে নতুন একটি অ্যাপস পাবলিশ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের উচ্চ ও নিম্ন আদালতে প্রায় ৩০ লাখ মামলা ঝুলে আছে। এসব মামলায় আদালতে হাজিরা দেয়া, আইনজীবীর ফিসহ মামলার অন্যান্য ব্যয় মেটাতে হিমশিম খান বিচারপ্রার্থীরা। আর বিচারপ্রার্থীদের ভোগান্তি ও দালালদের দৌরাত্ম্য কমাতে ‘আমার আদালত’ নামে নতুন মোবাইল অ্যাপ চালু করেছে  সরকার। এই অ্যাপের মাধ্যমে আদালতে চলমান মামলার যাবতীয় তথ্য মুহূর্তেই জানা যাবে দেশের যেকোনো প্রান্ত থেকে। আর নিষ্পত্তি হওয়া মামলার তথ্যও পাওয়া যাবে জুডিশিয়াল মনিটরিং ড্যাশবোর্ড সিস্টেমে।





তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর জুনাইদ আহমেদ পলক বলেন কোনো নির্দিষ্ট কার্যদিবসে আদালতে বিচারাধীন মামলার তালিকা ‘আমার আদালত’ অ্যাপে ভিজিট করে জানতে পারবে জনগণ কিংবা বিচার সংশ্লিষ্ট যে কেউ। এজন্য অ্যাপে থাকা causelist judiciary ওয়েবসাইটে গিয়ে প্রথমে সংশ্লিষ্ট বিভাগ, পরে জেলা এবং সবশেষ সংশ্লিষ্ট আদালতের নাম সিলেক্ট করে বিচারপ্রার্থীরা তাদের মামলার সবশেষ আদেশ, পরবর্তী তারিখ এবং মামলার অবস্থা জানতে পারবেন।




তিনি আরো জানান বিচার বিভাগে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও আধুনিকায়নে ২ হাজার কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


আমার আদালত অ্যাপস ডাউনলোড করতে সরাসরি এই লিংকে চলে যান অথবা গুগল প্লে-স্টোরে গিয়ে অথবা আমার আদালত লিখে সার্চ করে যে কেউ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।




Next Post Previous Post
2 Comments
  • MD.Tanvir Rana
    MD.Tanvir Rana June 23, 2022 at 4:19 PM

    খুব সুন্দর পোষ্ট

  • Sheikh Md. Abdullah
    Sheikh Md. Abdullah June 26, 2022 at 12:20 AM

    Excellent post

Add Comment
comment url