বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফেসবুক পেজ কোনটি?

বিশ্বের সবচেয়ে সেরা ও জনপ্রিয় ফেসবুক পেজ হচ্ছে ফেসবুকের অফিসিয়াল বা নিজস্ব ফেসবুক পেজ যার নাম Facebook App বর্তমানে এই পেজের ফলোয়ারের সংখ্যা ১৭৯ মিলিয়ন বা প্রায় ১৮ কোটি। এটিই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফেসবুক পেজ, তবে অনেকে বলতে পারেন ফেসবুক তাদের নিজেদের পেজ সবসময় ওপরে রাখে বা সবসময় বিশ্বের সেরা ফেসবুক পেজ হিসেবে এটা থাকাটা স্বাভাবিক। যদি এরকম ভাবে কেউ ভেবে থাকেন তাহলে বলতে হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফেসবুক পেজ হচ্ছে Samsung এই টেক কোম্পানির ফেসবুক পেজ টি খুলা হয়েছিল ২০০৯ সালের মে মাসে বর্তমানে এই পেজের ফলোয়ারের সংখ্যা ১৬২ মিলিয়ন বা ১৬ কোটি ২০ লক্ষ+


বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফেসবুক পেজ কোনটি?


আর যদি বিশ্বের সবচেয়ে সেরা ফেসবুক সেলিব্রিটির কথা বলতে হয় তাহলে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, জনপ্রিয় এই পর্তুগীজ ফুটবলার এর ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা ১৫১ মিলিয়ন বা ১৫ কোটি ১০ লাখেরও বেশি।



Next Post Previous Post
2 Comments
  • Sheikh Md. Abdullah
    Sheikh Md. Abdullah June 29, 2022 at 12:01 AM

    তথ্যবহুল লিখা।

  • Km. Hamza
    Km. Hamza June 29, 2022 at 9:05 AM

    I found out something new in this post thank's

Add Comment
comment url