ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি?

ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে অনেক গুলো প্রোটোকল ব্যবহার করা হয় তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোটোকল হচ্ছে TCP/IP কেননা ইন্টারনেট প্রোটোকল বলতে মূলত TCP/IP কেউ বোঝায়, ইন্টারনেট কিংবা প্রাইভেট নেটওয়ার্কের আওতায় যেকোনো দুটি কমিউনিকেশন ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপনের জন্য এই প্রোটোকল ব্যবহার করা যায়। এই প্রোটোকল টি ইন্টারনেট প্রোটোকল স্যুটের এতই গুরুত্বপূর্ণ অংশ যে, পুরো সুইট টিকেই একত্রে TCP/IP বলা হয়। 


TCP/IP পূর্ণরূপ কি? TCP/IP ইতিহাস কি? TCP/IP উদ্বোধক কে? TCP/IP চালু হয়েছিল কত সালে? TCP/IP উৎপত্তি ককত সালে?


TCP/IP এর পূর্ণরূপ হচ্ছে transmission control protocol/ internet protocol (ট্রান্সমিশন  কনট্রোল প্রেটোকল/ ইন্টারনেট প্রোটোকল) ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল হচ্ছে ইন্টারনেট প্রোটোকল সুইটের একটি গুরুত্বপূর্ণ প্রোটোকল,TCP নির্ভরতার সাথে বাইট স্ট্রিম পরিবহন করতে পারে, যে কারণে এটি ফাইল ট্রান্সফার ও ই-মেইলের আদান প্রদান এর কাজে বিশেষ ও উপযোগী একটি প্রোটোকল।


ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি?    TCP/IP পূর্ণরূপ কি? TCP/IP ইতিহাস কি? TCP/IP উদ্বোধক কে? TCP/IP চালু হয়েছিল কত সালে? TCP/IP উৎপত্তি ককত সালে?


ইতিহাস ও উৎপত্তি

১৯৭৪ সালে ভিন্ট সার্ফ ও বব কান নামে দুজন ব্যাক্তি ইনস্টিটিউট অব ইলেক্ট্রিকাল আ্যন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার্স অ্যা প্রোটোকল ফর প্যাকেট নেটওয়ার্ক ইন্টারকানেকশন নামে একটি পেপার প্রকাশ করে। যেকান বা যার মাধ্যমে একাধিক নোডের মধ্যে তথ্য শেয়ার করার একটি আন্তঃনেটওয়ার্কিং প্রোটোকল বর্ণনা করা যায়।

পরবর্তীতে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোগ্রামকে দুইটি মডিউলার আর্কিটেকচারে ভাগ করা হয়, যার মধ্যে সংযোগ বা কানেকশন ভিত্তিক লেয়ারের জন্য ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং আন্তঃনেটওয়ার্কিং বা ডাটাগ্রাম লেয়ারের জন্য ইন্টারনেট প্রোটোকল। যা বর্তমানে TCP/IP ইন্টারনেট প্রোটোকল সুইট নামে পরিচিত।



Next Post Previous Post
1 Comments
  • Sheikh Md. Abdullah
    Sheikh Md. Abdullah July 8, 2022 at 8:07 PM

    New Idea

Add Comment
comment url