গুগল ড্রাইভের কপিপেস্ট শর্টকাট!
ফাইল কপি, কাট এবং পেস্ট করার কিবোর্ড কমান্ডগুলোর চালু হয়েছিল গত শতকের সত্তরের দশকে। আজ ৪ জুন গুগল ড্রাইভে কপিপেস্ট শর্টকাট ফিচার চালু হয়েছে, তবে শুধুমাত্র ক্রোম ব্রাউজারেই কাজ করবে এই কপিপেস্ট শর্টকাট!
গুগল জানিয়েছে ব্যবহাকারীরা এখন থেকে অন্য যে কোনো ফাইল ম্যানেজারের মতই গুগল ড্রাইভে Control / Command + C, X, অথবা V চেপে ফাইল সরাতে পারবেনএ ছাড়াও আগামীতে আরো নতুন বেশ কিছু শর্টকাট কমান্ড আসবে।
এর মধ্যে আছে আলাদা ট্যাব হিসেবে ফাইল খোলার কিবোর্ড শর্টকাট এক্ষেত্রে Control / Command + Enter চাপতে হবে ব্যবহারকারীকে।
আর কোনো ফাইল কপি করে গুগল ডক অথবা ইমেইলে পেস্ট করতে চাইলে, ফাইলের নামসহ লিংক যোগ হয়ে যাবে সেখানে।
একই ফাইলের একাধিক কপি ক্লাউড স্টোরেজে রাখতে না চাইলে ফাইলের শর্টকাটও জুড়ে দিতে পারবেন ব্যবহারকারী। এজন্য Control / Command + Shift + V চাপতে হবে ব্যবহারকারীকে।
দরকারি একটা পোষ্ট