মোবাইল দিয়ে CSS শেখার অ্যাপস!

আপনি যদি একজন ওয়েব ডেভোলাপার হতে চান তাহলে সবার প্রথমে আপনাকে HTML শিখতে হবে তারপর CSS, আপনি চাইলে মোবাইল দিয়েও সিএসএস শিখতে বা চর্চা করতে পারেন, তাই আজকে আমি আপনাদের সাথে মোবাইল দিয়ে সিএসএস শেখার কিছু অ্যাপসের রিভিউ করছি যেগুলোর সাহায্যে আপনি খুব সহজেই CSS শিখতে পারবেন।






learn css


মোবাইল দিয়ে CSS শেখার সবচেয়ে সহজ ও জনপ্রিয় একটি অ্যাপস হচ্ছে বাংলাদেশী অ্যাপস ডেভোলাপার সংস্থা madlab এর তৈরিকৃত Learn css এই অ্যাপসটি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিলো ২০১৬ সালের মে মাসে আর সর্বশেষ আপডেট করা হয়েছে ২০১৯ সালের অক্টোবর মাসে। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে মাত্র ৩ মেগাবাইটের এই অ্যাপসটি ব্যবহার করে আপনি সিএসএস সম্পর্কে খুব ভালো ধারনা পাবেন এবং সরাসরি শিখতে পারবেন।


আর আপনার যদি CSS সম্পর্কে প্রাথমিক সকল ধারনা থেকে থাকে এখন এডভান্স বা এক্সপার্ট হতে চান তাহলে codeliber এর তৈরিকৃ এই অ্যাপস টি ব্যবহার করতে পারেন।


এটি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিলো ২০১৯ সালের জুলাই মাসে আর সর্বশেষ আপডেট করা হয়েছে ২০২১ সালের এপ্রিল মাসে, মাত্র ৬ মেগাবাইটের অ্যাপসটির রয়েছে লক্ষাদিক ব্যবহারকারী।

Next Post Previous Post
1 Comments
  • MD.Tanvir Rana
    MD.Tanvir Rana June 23, 2022 at 4:22 PM

    বাহ খুব সুন্দর পোষ্ট

Add Comment
comment url