টিকটকে কাস্টম এভাটার ফিচার! tiktok custom avatar
অ্যাপলের মেমোজি, স্ন্যাপচ্যাটের বিটমোজি এবং মেটার অ্যাভাটার এর মতো এবার টিকটকেও চালু হলো কাস্টম অ্যাভাটার নামে নতুন একটি ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের একটি কাস্টমাইজড অ্যানিমেটেড অ্যাভাটার তৈরি করতে পারবেন।
ফিচারটি ব্যবহার করতে ব্যবহারকারীকে অ্যাপে প্রবেশ করে ক্যামেরার সেলফি মোড এ গিয়ে ‘ইফেক্টস’ অপশনে চাপ দিয়ে অ্যাভাটারের ইফেক্ট বাছাই করতে হবে। একজন ব্যবহারকারী প্রিসেট করা কোনো অ্যাভাটার ব্যবহারের পাশাপাশি নিউ অপশনে চাপ দিয়ে নতুন অ্যাভাটার তৈরি করতে পারবেন।
নিউ অপশনটির মাধ্যমে ব্যবহারকারী অ্যাভাটারের চেহারার আকার, ত্বকের রং, চুলের ধরন এবং বিভিন্ন সামগ্রী কাস্টমাইজ করে দিতে পারবেন, যার মধ্যে ‘মেকআপ’ বা ‘পিয়ার্সিং’-এর মতো কাজগুলো রয়েছে। কাস্টমাইজ করার পর ব্যবহারকারী অ্যাভাটারের মাধ্যমে নিজের চাল চলন ও চেহারার অভিব্যক্তির ভিডিও রেকর্ড করতে পারবেন।
স্ন্যাপচ্যাট এবং আইমেসেজ-এর মতো সামাজিক প্ল্যাটফর্মে ‘বিটমোজি’ এবং ‘মেমোজি’ ব্যবহার করে কেবল পরিচিত ব্যক্তিদের সঙ্গেই যোগাযোগ করা যায়। টিকটকের অ্যাভাটার সম্ভবত ছদ্মবেশী কনটেন্ট নির্মাতারাও ব্যবহার করতে পারবেন। টিকটকের অ্যাভাটারের সঙ্গে বিদ্যমান ‘ভয়েস ইফেক্টস’-কে সমন্বয় করে নিজের পরিচয়কে আরও গোপন করতে পারবেন ব্যবহারকারী
এই ফিচারটি নিয়ে প্রথম খবর ফাঁস হয়েছিল এই বছরের শুরুতে তবে নতুন এই ফিচারটি চালু হয়ে জুন মাসের ৭ তারিখ, সম্পৃক্ততা যতটা সম্ভব বাড়াতে চায় টিকটক। পাশাপাশি, নতুন এই অভিজ্ঞতা যেন সকল ব্যবহারকারীর সত্যিকারের রূপকে প্রতিনিধিত্ব করে, সেটি নিশ্চিত করতে ফিচারটি উন্নত করার ও এর উদ্ভাবন বাড়ানোর কার্যক্রম চালিয়ে যাওয়ার বলেছে টিকটক।
খুব সুন্দর পোষ্ট
Very helpful news